সুজলাসুফলা শস্যশ্যামলা সোনার বাংলাদেশ। প্রকৃতি এ ভূখণ্ডকে দুহাত উজাড় করে ঋদ্ধ করেছে পর্যটনসম্পদে। কক্সবাজারে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত, রয়েল বেঙ্গল টাইগার আর চিত্রল হরিণের বিচরণক্ষেত্র ম্যানগ্রোভ সুন্দরবন, পাহাড়-নদী-প্রবাল দ্বীপ, অসংখ্য প্রাকৃতিক আকর্ষণ ছড়িয়ে রয়েছে দেশজুড়ে। চোখজুড়ানো কাপ্তাই লেক, সবুজে ঘেরা চা-বাগান, মেঘের ভেলায় ভাসা সাজেক ভ্যালি, রাতারগুল, শ্রীমঙ্গল ছাড়াও রয়েছে সুপ্রাচীন ঐতিহাসিক নিদর্শন, স্থাপনা। লোভনীয় খাদ্যবৈচিত্র্য এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক ঐতিহ্য। এগুলোর আকর্ষণীয় উপস্থাপনে, বিশ্বের পর্যটনপ্রিয় মানুষদের সহজেই টানা যায়। এর ওপর ভর করেই ঘুরে দাঁড়াতে পারে অর্থনীতি। অথচ স্বাধীনতার অর্ধশতক পার করেও মাথা তুলে দাঁড়াতে পারেনি পর্যটন। রাজনৈতিক অস্থিরতা, অপরিকল্পিত অবকাঠামো ও যোগাযোগব্যবস্থা, নিরাপত্তা-শঙ্কা, পর্যটনসেবায় পেশাদারত্বের অভাব, অযৌক্তিক আবাসন ব্যয় এবং আমলাতান্ত্রিক জটিলতা- দেশে পর্যটন খাত লাভজনক শিল্প হিসেবে গড়ে উঠতে না পারার কারণ। সন্ধ্যার পর বিনোদন নেই কক্সবাজারে। অপার সম্ভাবনার সুন্দরবন কাজে লাগানো হয় না সিকিভাগও। ভেস্তে যাচ্ছে রাঙামাটির পর্যটন সম্ভাবনা। সিলেটের অসীম আকর্ষণ কাজে লাগাতে কোনো পরিকল্পনাই নেই। সেখানে বরং প্রকৃতিকে ধ্বংস ও আত্মসাতে চোর-ডাকাতের দৌরাত্ম্য। হাওড়ে নেই হাউসকোট ও নির্ভরযোগ্য নিরাপত্তা। সাগরে হারিয়ে যাচ্ছে কুয়াকাটা সৈকত। থমকে গেছে ট্যুরিজম পার্ক নির্মাণ। অথচ কে না জানে পর্যটন সমৃদ্ধ হলে বিস্তর কর্মসংস্থান সৃষ্টি এবং অবকাঠামো ও আবাসন উন্নয়ন হতো। পর্যটক পরিবহন, তাদের আহার-অবস্থান-বিনোদন ঘিরে কর্মযজ্ঞ চলত বছরব্যাপী। সমাজে অর্থপ্রবাহ বৃদ্ধি পেত, যা ভূমিকা রাখত জাতীয় অর্থনীতিতে। কিন্তু বাস্তবতা হচ্ছে বিপুল সম্ভাবনা সত্ত্বেও পর্যটন খাত থেকে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম বৈদেশিক মুদ্রা আয় করছে বাংলাদেশ। ভ্রমণ ও পর্যটনসূচকে বিশ্বের ১১৯ দেশের মধ্যে অবস্থান ১০৯তম। অথচ নতুন অবকাঠামো ও আন্তর্জাতিক মানের সেবা চালুর মাধ্যমে দেশকে অন্যতম পর্যটনবান্ধব গন্তব্যে পরিণত করার লক্ষ্যে তৈরি মহাপরিকল্পনা এখনো কাগজকলমে সীমাবদ্ধ। অন্তর্বর্তী সরকার সে মহাপরিকল্পনার খসড়া পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে। রিভিউ কমিটি গঠিত হয়েছে। কিন্তু তাদের কাজে গতি নেই। রাষ্ট্র সংস্কারের চলতি কর্মযঞ্জে পর্যটন খাতেও গতির ছোঁয়া লাগুক। প্রকৃতির দেওয়া অফুরন্ত সম্পদ চৌকশ ব্যবস্থাপনায়, আকর্ষণীয় পণ্য হিসেবে উজ্জ্বল উপস্থাপনায় মাথা উঁচু করে দাঁড়াক পর্যটন খাত। বিশ্ব পর্যটকের অন্যতম প্রধান লক্ষ্য হোক বাংলাদেশ।
শিরোনাম
- জাতীয় নির্বাচন নাও হতে পারে, সবার আগে জুলাই সনদ হতে হবে: তাহের
- নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মসূচির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ
- যেভাবে নিজের ক্যারিয়ার কবর দিলেন সাকিব আল হাসান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু
- ঢাবিতে ভর্তি আবেদন শুরু, কোন ইউনিটের পরীক্ষা কবে?
- ট্রাম্পের দক্ষিণ কোরিয়া সফরের আগে একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার
- মেট্রোরেলের নিরাপত্তা ও দুর্ঘটনার বিষয়ে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ
- ‘দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা রেখেছে যুবদল’
- বৃহস্পতিবার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে অতিরিক্ত সিম
- অধ্যক্ষ-প্রধান শিক্ষক ও প্রভাষকদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে পরিপত্র জারি
- সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন
- জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
- শিরোনামহীনের 'এই অবেলায় ২' আসছে ডিসেম্বরে
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিল শুনানি চলছে
- ভারতে দিওয়ালিতে জনপ্রিয় এক বাজি ফেটে অন্ধ বহু শিশু-কিশোর
- ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১৮ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার
- রাজনীতির বিবর্তন! বানর থেকে বিজ্ঞানী
- ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২৫ অঙ্গরাজ্যের মামলা
- ছাত্র-জনতার আন্দোলনে প্রকাশ্যে গুলি, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
পর্যটন
কাজে লাগুক অপার সম্ভাবনা
প্রিন্ট ভার্সন
টপিক
সর্বশেষ খবর