নাটোরের নলডাঙ্গায় আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত আড়াইটার দিকে নলডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের ইদ্রিস আলীর ছেলে মাধনগর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সর্বহারা নেতা মো. আতাউর রহমান (৫০), একই এলাকার মো. আবদুল সাত্তারের ছেলে যুবলীগের কর্মী মো. সোহাগ (৩৩), পূর্ব মাধনগর গ্রামের মো. জামিল আরিন্দার ছেলে মাধনগর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. সুজন আরিন্দা (৩১), একই এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে আওয়ামী লীগ কর্মী মো. বাবুল (৫৫) ও মৃত শামসুল ইসলামের ছেলে যুবলীগ কর্মী মো. রুহুল আলম (৪২)। নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে।