সিরাজগঞ্জ শহরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হোসেনপুর বুড়িবাড়ী ও মালসাপাড়া মহল্লার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে সদরের পৌর এলাকায় এ সংঘর্ষ হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করা হয়। আটকরা হলেন-মালসাপাড়ার সোহেল, ছোট বাবু, রাহিম, ইমন, বাকি, মৃদুল ও কাজল। জানা গেছে, মঙ্গলবার রাতে হোসেনপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলা চলাকালে দুই মহল্লার যুবকদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে দুই মহল্লার যুবকরা সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে প্রায় দুই হাজার মানুষ ইটপাটকেল, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করে। ওসি মোখলেসুর রহমান জানান, আটকদের জিজ্ঞাসবাদ চলছে। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।