গাইবান্ধার সাঘাটায় ইয়াবাসহ সাইফুল ইসলাম (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল সকালে উপজেলার কামালেরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় জব্দ করা হয় ২৩০ পিস ইয়াবা।
গ্রেপ্তার সাইফুল ইসলাম উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের বারকোনা এলাকার চাঁদ মিয়ার ছেলে। তিনি ওই ইউনিয়নের যুবদলের সাবেক সভাপতি ও বর্তমান যুবদলের আহ্বায়ক বলে জানা গেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শাহ্ নেওয়াজ বলেন, সাইফুল এসব ইয়াবা বিক্রির জন্য নিজ বাড়িতে রেখেছিলেন। তার বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।