বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা প্রস্তুতি

বাংলা দ্বিতীয়পত্র

[পূর্ব প্রকাশের পর]

১৪.   চলিত ভাষা কোন নদীর তীরবর্তী থেকে রূপান্তর লাভ করে?

     ক. পদ্মা নদী খ. যমুনা নদী       গ. কপোতাক্ষ নদ     ঘ. ভাগীরথী নদী

১৫.   কোন ভাষারীতি মৌখিক ও লিখিত উভয় ক্ষেত্রেই আদরণীয় ও আকর্ষণীয়?

     ক. সাধুরীতি খ. চলিতরীতি       গ. বিশেষ রীতি      ঘ. ছন্দরীতি

১৬.   কোন ভাষা বক্তৃতা ও ভাষণে উপযোগী নয়।

     ক. সাধুভাষা খ. চলিতভাষা       গ. উপভাষা   ঘ. আঞ্চলিক ভাষা

১৭.   কোন ভাষারীতি বক্তৃতা ও ভাষণে উপযোগী।

     ক. সাধুরীতি খ. চলিতরীতি       গ. বিশেষ রীতি      ঘ. ছন্দরীতি

১৮.   কোন ভাষারীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল।

     ক. সাধুরীতি খ. চলিতরীতি       গ. বিশেষ রীতি      ঘ. ছন্দরীতি

১৯.   কোন ভাষারীতি সহজ-সরল ও পরিবর্তনশীল।

     ক. সাধুরীতি খ. চলিতরীতি       গ. বিশেষ রীতি      ঘ. ছন্দরীতি

২০.   কোন ভাষারীতি অপরিবর্তনীয়।

     ক. সাধুরীতি খ. চলিতরীতি       গ. বিশেষ রীতি      ঘ. ছন্দরীতি।

উত্তরমালা:  ১৪.ঘ ১৫.খ ১৬.ক ১৭.খ ১৮.ক ১৯.খ ২০.ক।

সর্বশেষ খবর