রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

জেনে নিন

শিক্ষা ডেস্ক

১.         ‘বসন্তকুমারী’ নাটক রচনা করেছেন—

            উত্তর :  মির মশাররফ হোসেন

২.         কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা—

            উত্তর :  ধূমকেতু

৩.        কোন গ্রন্থটি রাজা রামোহন রায়ের রচনা নয়?

            উত্তর :  বেদান্ত চন্দ্রিকা

৪.         ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা—

            উত্তর : প্রভাবতী সম্ভাষণ  

৫.         রবীন্দ্রনাথ ঠাকুরের নিম্নোক্ত কোন তিনটি গল্পেই মুসলমান চরিত্র রয়েছে?

            উত্তর : ক্ষুধিত পাষাণ, মুকুট ও সুভা

৬.        ‘জরাসন্ধ’ কার ছদ্মনাম?

            উত্তর : চারুচন্দ্র চক্রবর্তী 

৭.         ‘নিমচাঁদ’ চরিত্রের সাক্ষাৎ পাওয়া যায় কোন গ্রন্থে?

            উত্তর : সধবার একাদশী

৮.        নীল যে অম্বর = নীলাম্বর-কোন সমাস?

            উত্তর : কর্মধারয়

৯.         ‘জঙ্গম’ শব্দটির বিপরীত শব্দ—

            উত্তর : স্থাবর

১০.       বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা—

            উত্তর : গীতি কবিতা

১১.       ‘এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর।’ কে লিখেছেন?

            উত্তর :  বিদ্যাপতি

১২.       ‘জন্ডিস’ একটি—

            উত্তর : নাটক

১৩.      ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান ছিলেন—

            উত্তর : উইলিয়াম কেরি

১৪.       ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম—

            উত্তর : আঙ্গুর

১৫.       ‘ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ’ কে রচনা করেন?

            উত্তর : সুনীতিকুমার চট্টোপাধ্যায়

১৬.‘আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হলো।’— বাক্যটিতে কোন দোষ আছে?

            উত্তর : উপমার ভুল প্রয়োগ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর