রবিবার, ১৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

এসএসসি পরীক্ষার প্রস্তুতি : হিসাববিজ্ঞান

মো. আমিনুল ইসলাম, সিনিয়র শিক্ষক

এসএসসি পরীক্ষার প্রস্তুতি : হিসাববিজ্ঞান

১. একটি ব্যবসায়ের চালিকাশক্তি কী?

ক. মূলধন         খ. নগদ অর্থ

গ. চলতি সম্পদ  ঘ. স্থায়ী সম্পদ

২. হিসাবের প্রাথমিক বই হওয়া সত্ত্বেও পাকা বইয়ের ন্যায় কাজ করে কোনটি?

ক. জাবেদা        খ. খতিয়ান

গ. নগদান বই    ঘ. রেওয়ামিল

৩. নগদান বই কোনটির অন্যতম শাখা?

ক. জাবেদা        খ. খতিয়ান

গ. রেওয়ামিল     ঘ. আর্থিক বিবরণী

৪. নগদান বইয়ের বৈশিষ্ট্য কয়টি?

ক. ৫টি           খ. ৬টি

গ. ৭টি           ঘ. ৮টি

৫. কন্ট্রা এন্ট্রি দ্বারা প্রভাবিত হিসাব হলো

i. মূলধন

ii. নগদান       

iii. ব্যাংক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii         খ. i ও iii

গ. ii ও iii       ঘ. i, ii ও iii

৬. নগদপ্রাপ্তি জাবেদায় কয়টি ঘর থাকে?

ক. ৬   খ. ৭   গ. ৮    ঘ. ৯

৭. দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা এক ঘরা নগদান বইয়ের কোনদিকে লিপিবদ্ধ হয়?

ক. ডেবিট দিকে 

খ. ক্রেডিট দিকে

গ. উভয় দিকে  

ঘ. কোনো দিকেই নয়

উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :

মি. সোহেলের নিকট পাওনা ৫,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ৪,৯০০ টাকার একটি চেক পেয়ে তা সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হলো। পরবর্তী সময় চেকটি প্রত্যাখ্যাত হলো।

৮. সোহেলের নিকট থেকে প্রাপ্ত চেকটি ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হওয়ায় কোন পক্ষ ক্রেডিট হবে?

ক. সোহেল হিসাব

খ. ব্যাংক হিসাব

গ. দেনাদার হিসাব

ঘ. নগদান হিসাব

৯. মি. সোহেলের উপর্যুক্ত লেনদেনের বাট্টার ধরন হবে-

i.  নগদ বাট্টা    

ii. প্রদত্ত বাট্টা    

iii. কারবারি বাট্টা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii         খ. iও iii

গ. ii ও iii        ঘ. i, ii ও iii

১০. একঘরা নগদান বই কোন উদ্বৃত্ত প্রকাশ করে?

ক. ডেবিট       

খ. ক্রেডিট

গ. ব্যাংক জমা

ঘ. ব্যাংক জমাতিরিক্ত

১১. নগদপ্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ হবে না কোনটি?

ক. নগদে পণ্য বিক্রয়

খ. দেনাদার থেকে প্রাপ্তি

গ. ব্যাংক থেকে উত্তোলন  

ঘ. চেকপ্রাপ্তি

১২. নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ হয় কোনটি?

ক. আসবাবপত্র বিক্রয়   

খ. পাওনা আদায়

গ. ঋণ পরিশোধ

ঘ. পণ্য বিক্রয়

১৩. কোন ধরনের নগদান বই সংরক্ষণ করা ক্রমেই হ্রাস পাচ্ছে?

ক. এক ঘরা     

খ. দুই ঘরা

গ. তিন ঘরা     

ঘ. খুচরা

১৪. নগদান বইয়ে আসে না

i. কারবারি বাট্টা           

ii. ধারে বিক্রয়  

iii. নগদ বাট্টা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii       খ. i ও iii

গ. ii ও iii        ঘ. i, ii ও iii

১৫. কোনটির মাধ্যমে লেনদেনের নিষ্পত্তি অধিক নিরাপদ?

ক. নগদ অর্থ      খ. ব্যাংক

গ. বীমা           ঘ. ধারে

১৬. কোনটি এক ঘরা নগদান বইবহির্ভূত?

ক. প্রারম্ভিক উদ্বৃত্ত

খ. ডেবিট উদ্বৃত্ত

গ. সমাপনী উদ্বৃত্ত

ঘ. ক্রেডিট উদ্বৃত্ত

১৭. নিচের কোন লেনদেনটি এক ঘরা নগদান বইয়ের উভয় পার্শ্বে বসে?

ক. নগদে পণ্য ক্রয়      

খ. চেকে পণ্য বিক্রয়

গ. চেকপ্রাপ্তি     

ঘ. চেকে পণ্য ক্রয়

১৮. কোনটি জাবেদা ও খতিয়ান উভয়ই?

ক. ক্রয় বহি     

খ. বিক্রয় বহি

গ. নগদান বহি  

ঘ. রেওয়ামিল

১৯. নগদান বইয়ের ব্যাংক কলামের ক্রেডিট ব্যালান্স দ্বারা বুুঝায়

i. ব্যাংক জমা   

ii. ব্যাংক উদ্বৃত্ত  

iii. ব্যাংক জমাতিরিক্ত

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii         খ. i ও iii

গ. ii ও iii       ঘ. i, ii ও iii

২০. দুই ঘরা নগদান বইতে কতটি ঘর থাকে?

ক. ১৪টি          খ. ১২টি

গ. ১০টি          ঘ. ৮টি

 

উত্তরমালা : ১. খ ২. গ ৩. ক ৪. খ ৫. গ ৬. গ ৭. গ ৮. খ ৯. ক ১০. ক ১১. গ ১২. গ ১৩. ঘ ১৪. ক ১৫. খ ১৬. ঘ ১৭. ঘ ১৮. গ ১৯. গ ২০. খ

সর্বশেষ খবর