রবিবার, ৩১ মে, ২০২০ ০০:০০ টা

প্রাথমিক সমাপনী পরীক্ষা : বাংলা

মেহেরুন্নেসা খাতুন, সিনিয়র শিক্ষিকা

(পূর্ব প্রকাশের পর)

অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নম্বর ক্রমিকের প্র্রশ্নগুলোর উত্তর লেখ : যোগ্যতাভিত্তিক প্রশ্ন পাঠ্য বই বহির্ভূত.

একবার বনের পশুদের নাচ দেখিয়ে এক বানরের খুব নাম-যশ হয়েছিল। পশুরা মুগ্ধ হয়ে বানরকে তাদের রাজা করে নিল; কিন্তু রাজা হওয়ার মতো কোনো যোগ্যতাই বানরের ছিল না। বুদ্ধিমান আর পন্ডিত বলে শেয়ালের নামডাকও কিছু কম ছিল না। তবু তাকে বাদ দিয়ে পশুরা বানরকে রাজা করায় শেয়ালের রাগ গিয়ে পড়ল বানরের ওপরে। সে বানরকে জব্দ করার ফন্দি আঁটতে লাগল। একদিন বনের পথে ঘুরতে ঘুরতে শেয়াল দেখল, ঝোপের আড়ালে একটা ফাঁদ পাতা রয়েছে। ফাঁদটা চোখে পড়তেই আনন্দে লাফিয়ে উঠল শেয়াল। সে ভাবল, যে করে হোক ওই হাবাগোবা বানরকে এনে এই ফাঁদে ফেলতে হবে। তাহলে জন্মের মতো তার রাজাগিরির সাধ ঘুচবে। তখনই শেয়াল চলে এলো বানরের কাছে। করজোড়ে বলল, মহারাজ এক জায়গায় খুব ভালো খাবার দেখে এসেছি। বনরাজ্যে আপনি ছাড়া সেই খাবারের যোগ্য আর কেউ নেই। চান তো আপনাকে সেই জায়গায় নিয়ে যেতে পারি। শেয়ালের কথায় সুখাদ্যের লোভে বানর খুশি হয়ে তার সঙ্গে সেই ঝোপের কাছে এলো, অমনিই সে ফাঁদে আটকা পড়ল। তখন সে বাঁচাও, বাঁচাও বলে চিৎকার করে শেয়ালকে ডাকতে লাগল। শেয়াল তখন বাঁকা হেসে বলল, ‘বানর মশাই, তুমি একটা আস্ত নির্বোধ। এই বুদ্ধি নিয়ে পশুদের রাজা হওয়া যায় না। শিকারিরা এখুনি আসবে। তোমার যোগ্য ব্যবস্থা তারাই করবে।’

৩.        নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। উপযুক্ত শব্দটি বেছে নিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ কর :            ৫

            ক. আমাদের প্রধান শিক্ষক একজন সৎ ও ... ব্যক্তি।

            খ. রাহুল সব সময় তাজকে ... করতে চায়।      

            গ. জমির শেখ ইঁদুর ধরার জন্য ... পেতেছে।    

            ঘ. সিংহকে বলা হয় ... রাজ। 

            ঙ. গান গেয়ে তানিয়া খুব ... করেছে।

            চ. রহিম সাকিবকে বিপদে ফেলার জন্য ... আঁটতে থাকে।

৪.         নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ:     ১৫

            ক. বানরের কী করে নাম-যশ হয়েছিল? শেয়াল কেন বানরকে রাজা হিসেবে মেনে নিতে পারল না?

            চারটি বাক্যে লেখ।        ১+৪=৫

            খ. বানর কেন শেয়ালের সঙ্গে গেল? তার পরিণতি সম্পর্কে

            চারটি বাক্য লেখ।         ১+৪=৫

            গ. রাস্তায় কোনো অপরিচিত ব্যক্তি তোমাকে খাবার কিনে দিতে চাইল। এ ক্ষেত্রে তোমার পাঁচটি করণীয় লেখ।      ৫

 

            উত্তরমালা :

            ক. বুদ্ধিমান খ. জব্দ গ. ফাঁদ ঘ. পশু ঙ. নাম-যশ চ. ফন্দি

সর্বশেষ খবর