Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা
আপলোড : ১৭ নভেম্বর, ২০১৭ ২২:৪১

কলকাতার হাসপাতালে অপু বিশ্বাস

আলাউদ্দীন মাজিদ

কলকাতার হাসপাতালে অপু বিশ্বাস

শাকিবের সঙ্গে বিয়ে ও সন্তানের বিষয় সবার সামনে আসার পর থেকেই আলোচনার শীর্ষে আছেন অপু বিশ্বাস। তবে তাজা খবর হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আবারও ডুব মেরেছেন অপু। কেউ কেউ বলছেন আত্মহত্যা করার চেষ্টা করেছেন তিনি। তবে বিশ্বস্ত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে হঠাৎ করে বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরবর্তীতে তাকে নিয়ে যাওয়া হয় ঢাকার ইউনাইটেড হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গতকাল সকালে কলকাতায় চলে যান তিনি। বর্তমানে তিনি কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর আগে খবর বেরিয়েছিল শাকিব খান অপুকে ডিভোর্স দিতে চলেছেন। এর প্রতিক্রিয়ায় অপু বলেছিলেন তিনি এ বিষয়ে কিছু জানেন না। শাকিব খানও রয়েছেন দেশের বাইরে। শাকিব দেশে ফিরলে বিষয়টি খোলাসা হওয়ার কথা।


আপনার মন্তব্য