বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

আজ পপসম্রাটের জন্মদিন

পান্থ আফজাল

আজ পপসম্রাটের জন্মদিন

পপগুরু আজম খান যুদ্ধপবরর্তী সময়ে লাকী আখন্দ, হ্যাপী আখন্দ, নিলু, মনসুর এবং সাদেককে নিয়ে গড়ে তোলেন ব্যান্ডদল ‘উচ্চারণ’। তার পরের বছর বিটিভিতে ‘এতো সুন্দর দুনিয়ায় কিছুই রবে না রে’ ও ‘চার কালেমা সাক্ষী দেবে’ গান দুটি সরাসরি প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক প্রশংসা আর তুমুল জনপ্রিয়তা অর্জন করেন তিনি। তবে ১৯৭৪ সালে ‘রেললাইনের ঐ বস্তিতে’ শিরোনামের সাড়া জাগানো গান গেয়ে এই কিংবদন্তি পপ কিং দেশব্যাপী ব্যাপক হৈচৈ ফেলে দেন। সেই সময় ফিরোজ সাঁই, ফকির আলমগীর, ফেরদৌস ওয়াহিদ এবং পিলু মমতাজের সঙ্গে বেশ কয়েকটা জনপ্রিয় গানও করেন এই পপগুরু। তাকে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছুই নেই। তিনি বাংলা পপসংগীতের পথিকৃৎ, বীর মুক্তিযোদ্ধা আজম খান। কিন্তু দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করে ২০১১ সালের ৫ জুন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পপতারকা আজম খান। পুরো নাম মোহাম্মদ মাহবুবুল হক খান। আজিমপুরের ১০ নম্বর কলোনিতে আলালের ঘরের দুলাল হয়েই আজকের দিনে (২৮ ফেব্রুয়ারি, ১৯৫০) জন্মেছিলেন গুরু আজম খান।

দেশে মুক্তিযুদ্ধ শুরু হওয়ায় বেশিদূর পড়ালেখায় অগ্রসর হতে পারেননি। বাবার অনুপ্রেরণায় মুক্তিযুদ্ধে কুমিল্লায় পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে সম্মুখসমরে অংশ নেন। গুরুকে গানের বাইরে মাঝে মাঝে দেখা গেছে অন্য ভূমিকায়। কখনো অভিনেতা, কখনো মডেল, আবার কখনোবা ক্রিকেটার হিসেবে। এদেশের আজম খান পপ ও ব্যান্ডসংগীতের অগ্রপথিক। তার পথ অনুসরণ করে ব্যান্ডসংগীত বর্তমানে একটি শিল্প হিসেবে গড়ে উঠেছে।  কিংবদন্তি এই সংগীত তারকার প্রয়াণের ৮ বছর পূর্ণ হতে চলল। তার গানে তিনি বলেছেন, ‘জানি হারিয়ে গেছ, ফিরে পাব না... তবুও তুমি অবিনশ্বর; চিরভাস্বর!’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর