Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ১২ জুন, ২০১৯ ২১:৫৫

হিমির ‘এমন যদি হতো’

শোবিজ প্রতিবেদক

হিমির ‘এমন যদি হতো’

২০১৪ সালে একটি রিয়েলিটি শোতে চ্যাম্পিয়ন খেতাব অর্জন করেছিলেন জান্নাতুল সুমাইয়া হিমি। এরপর মডেলিং ও ছোটপর্দায় অভিনয়ে ব্যস্ত হয়ে ওঠেন। তবে রেশমী মিত্রের নির্দেশনায় ‘হঠাৎ দেখা’ চলচ্চিত্রে অভিনয় করে হিমি নজর কাড়েন। এই ঈদেও টিভি নাটক, উপস্থাপনা ও মিউজিক ভিডিওর কাজ নিয়ে দারুন সময় কাটিয়েছেন। সম্প্রতি প্রকাশিত হয়েছে হিমির স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এমন যদি হতো’। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির চিত্রনাট্য ও নির্মাণ করেছেন মুরসালিন শুভ। জুটি বেঁধে হিমি অভিনয় করেছেন শামীম হাসান সরকারের সঙ্গে। এদিকে ঈদে মাহিন আওলাদের নির্মাণে মুক্তি পেয়েছে বেলাল খানের ‘কেন আজ’ মিউজিক ভিডিও। ভিডিওতে হিমি জুটি বেঁধেছেন নিলয় আলমগীরের সঙ্গে। ঈদে হিমি এসএ টিভিতে একটি নাচের অনুষ্ঠানে ও এনটিভিতে করেছেন ‘রুপালি পর্দার গান’। বিটিভিতে করেছেন ‘বক্স অফিস’। নাটকের মধ্যে প্রচারিত হয়েছে সঞ্জয় বড়ুয়ার ‘আমি ডিভোর্স চাই’ ও রুম্পার ‘মধ্যবিত্ত’।


আপনার মন্তব্য