শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

বছর শেষে দুই বাংলার তারকাবহুল যত ছবি

আলাউদ্দীন মাজিদ

বছর শেষে দুই বাংলার তারকাবহুল যত ছবি

নুসরাত-শাকিব

চলতি বছরের নভেম্বরের শেষ সপ্তাহ ও ডিসেম্বর মিলে মুক্তি পেতে যাচ্ছে বেশকটি দেশীয় ও কলকাতার তারকাবহুল ছবি। এ সময় যেসব তারকার ছবি মুক্তির সম্ভাবনা রয়েছে বলে চলচ্চিত্র প্রদর্শক সমিতি সূত্রে জানা গেছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন- শাকিব খান, জয়া আহসান, আমিন খান, নওশীন, নুসরাত ফারিয়া, রোদেলা জান্নাত, কাজী মারুফ, অরিন, পরীমণি, সিয়াম, নিরব, প্রসূন আজাদ, দেব, পরমব্রত, রক্ষিণী, পার্নো মিত্র প্রমুখ। এসব তারকার ছবির মধ্যে রয়েছে- বাংলাদেশের ‘ন ডরাই’, ‘ইন্দুবালা’, ‘গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ’, ‘ফরায়েজী আন্দোলন-১৮৪২’, ‘শাহেনশাহ’ ও ‘বিশ্বসুন্দরী’। পাশাপাশি কলকাতার ছবির মধ্যে রয়েছে- ‘পাসওয়ার্ড’, ‘উড়োজাহাজ’ ও ‘বিনি সুতোয়’। ২৯ নভেম্বর ‘ন ডরাই’ মুক্তি পাচ্ছে। তানিম রহমান অংশু পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন শরীফুল রাজ, সুনেরাহ বিনতে কামালসহ আরও অনেকে। একই দিন আরেক চলচ্চিত্র ‘ইন্দুবালা’র মুক্তির কথা জানিয়েছেন ছবিটির পরিচালক জয় সরকার। এতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, ফজলুর রহমান বাবুসহ অনেকে। নভেম্বরে মুক্তির কথা রয়েছে প্রসূন আজাদ অভিনীত ‘পদ্মাপুরাণ’ এবং সিঙ্গাপুরের মুসলিম নায়িকা আতিকা সোহাইমির ও নিরব অভিনীত ‘বাংলাশিয়া ২.০’ ছবি দুটি। এটি পরিচালনা করেছেন মালয়েশিয়ার নির্মাতা নেমুয়ই। প্রসূন আজাদের ‘পদ্মাপুরাণ’ নির্মাণ করেছেন রাশিদ পলাশ। প্রযোজক সমিতিতে ডিসেম্বরে মুক্তির জন্য নিবন্ধিত ‘প্রেম চোর’ ও ‘চলো যাই’ ছবি দুটি। পাশাপাশি আসছে মোস্তাফিজুর রহমান বাবু নির্মিত কাজী মারুফ, অরিন ও পুষ্পিতা পপি অভিনীত ‘গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ’, ডায়েল রহমান পরিচালিত ও আমিন খান এবং নওশীন অভিনীত ‘ফরায়েজী আন্দোলন-১৮৪২’, শামীম আহমেদ রনি নির্দেশিত শাকিব খান, নুসরাত ফারিয়া, রোদেলা জান্নাত অভিনীত ‘শাহেনশাহ’ ছবিগুলো। প্রখ্যাত নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী ঘোষণা দিয়েছেন পরীমণি ও সিয়াম অভিনীত ‘বিশ্বসুন্দরী’ ছবিটি তিনি ডিসেম্বরেই মুক্তি দেবেন। কলকতার ছবির মধ্যে ২৯ নভেম্বর মুক্তি পাচ্ছে দেব ও রক্ষিণী অভিনীত ছবি ‘পাসওয়ার্ড’। কমলেশ্বর মুখার্জি পরিচালিত এ ছবিটি দেব অভিনয় ও প্রযোজনা করেছেন। ছবিতে আরও অভিনয় করেছেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়। ডিসেম্বরে মুক্তি পেতে পারে বুদ্ধদেব দাশগুপ্ত পরিচালিত ছবি ‘উড়োজাহাজ’। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চন্দন রায় সান্যাল ও পার্নো মিত্র। এছাড়া ডিসেম্বরে আরও মুক্তি পেতে পারে বাংলাদেশের জয়া আহসান ও ভারতের ঋত্বিক চক্রবর্তী অভিনীত ছবি বিনি সুতোয়। ছবিটির পরিচালক অতনু ঘোষ। ছবিটি একই দিন ভারত ও বাংলাদেশে মুক্তির কথা চলছে। বছরের শেষ দুই মাসে যদি উল্লিখিত ছবিগুলো মুক্তি পায় তাহলে সিনেমা হলগুলো তারকাবহুল ছবিতে জমকালো হয়ে উঠবে বলে আশা করছেন সবাই।

 

 

সর্বশেষ খবর