‘স্বার্থবিরোধী কর্মকান্ড’র দায়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রধান দুই ব্যক্তি মিশা সওদাগর ও জায়েদ খানকে ‘অবাঞ্ছিত’ বা ‘বয়কট’ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে চলচ্চিত্র পরিবার। এদিকে জায়েদ খান বলেন, এটি অন্যায় সিদ্ধান্ত। আমি যা করেছি শিল্পীদের স্বার্থেই করেছি। আমাকে জবাব দেওয়ার সময়ও দেওয়া হয়নি। অচিরেই সংবাদ সম্মেলন করে প্রকৃত চিত্র তুলে ধরব। গতকাল বিএফডিসির জহির রায়হান কালার মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান সংগঠনের নেতারা। যার নেতৃত্বে ছিল প্রযোজক ও পরিবেশক সমিতি। জানা যায়, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি মাস তিনেক আগেই অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগরকে অবাঞ্ছিত ঘোষণা করেছিল। যেটা প্রকাশ পেয়েছে আজকের সংবাদ সম্মেলনে। সঙ্গে এবার চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৭ সংগঠন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকেও বয়কটের ঘোষণা দিয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিচালক সমিতির নেতা মুশফিকুর রহমান গুলজার, বদিউল আলম খোকন, এডিটরস গিল্ডের নেতা আবু মুসা দেবু, প্রযোজক সমিতির নেতা খোরশেদ আলম খসরু, শামসুল হক, প্রযোজক মো. ইকবালসহ অনেকে। সংবাদ সম্মেলনে প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, চলচ্চিত্রের স্বার্থবিরোধী কাজের কারণে আমরা তার (জায়েদ খান) প্রযোজক সমিতির পদটি বাদ দিয়েছি। মিশা সওদাগরের বিষয়টি নিয়ে গুলজার বলেন, চলচ্চিত্র নির্মাণে শৃঙ্খলা আনতে ও নির্মাণ ব্যয় কমাতে গত অক্টোবরে একটি নীতিমালা প্রণয়ন করেছে প্রযোজক সমিতি। বিষয়টি নিয়ে একটি শুটিং ফ্লোরে অপ্রীতিকর ঘটনা ঘটান মিশা। তখন প্রযোজক সমিতি তার বিরুদ্ধে অ্যাকশন নেয়। তখন জানানো হয়, প্রযোজক সমিতির কোনো সদস্য মিশাকে নিয়ে কোনো ছবি করবেন না। সেই নিষেধাজ্ঞা এখনো বহাল আছে।’
শিরোনাম
- ভারতের সঙ্গে বৈরি সম্পর্ক নিয়ে যে বার্তা দিলেন উপদেষ্টা ফারুকী
- ছুটির দিনের সকালেও দূষণের শীর্ষে ঢাকার বাতাস
- সরকারি কৃষিঋণ ৩৭ হাজার ১৫৩ কোটি টাকা, কর্মকর্তারা ঘুষ নেন ২৫০০ কোটি!
- পেটের কারণেই মানুষের মস্তিষ্ক আকারে বড়: গবেষণা
- ডেনমার্কে অন্য দেশের পতাকা উত্তোলন নিষিদ্ধ
- পেনাল্টি মিস করে এমবাপ্পে বললেন, ‘দেখিয়ে দেব কে আমি’
- কঠিন সমীকরণ মিলিয়ে গ্লোবাল লিগের ফাইনালে বাংলাদেশের রংপুর
- গাজায় আরও ৪৮ ফিলিস্তিনি নিহত
- তৃতীয় পারমাণবিক যুগের দ্বারপ্রান্তে রয়েছে বিশ্ব: ব্রিটিশ অ্যাডমিরাল
- কাজের ক্ষেত্রে রোবট ব্যবহারে সবার ওপরে দক্ষিণ কোরিয়া
- ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ক্যালিফোর্নিয়া
- মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট থাকার ঘোষণা ম্যাক্রোঁর
- রাখাইনে বিস্ফোরণে কাঁপছে টেকনাফ সীমান্ত, আতঙ্কে এলাকাবাসী
- মাধবপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক গ্রেফতার
- ভারত ষড়যন্ত্র করলে বিষদাঁত ভেঙে দিতে প্রস্তুত : চরমোনাই পীর
- চবিতে প্রশ্ন ফাঁসের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন
- অবৈধ অনুপ্রবেশের সময় ফতেপুর সীমান্তে আটক ৪
- অভ্যুত্থানে যেসব পুলিশ অন্যায় করেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নয় : আইজিপি
- ব্যাঙের বিষে প্রাণ গেল অভিনেত্রীর
- ৬ ব্যাংকের এলসি খোলার শর্ত শিথিল
প্রকাশ:
০০:০০, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
মিশা-জায়েদ ‘অবাঞ্ছিত’ ঘোষণা
সংবাদ সম্মেলন করবেন জায়েদ খান
শোবিজ প্রতিবেদক
টপিক
এই বিভাগের আরও খবর