সোমবার, ১৭ আগস্ট, ২০২০ ০০:০০ টা

৭৫-এ পা দিলেন অভিনেত্রী শবনম

শোবিজ প্রতিবেদক

৭৫-এ পা দিলেন অভিনেত্রী শবনম

বাংলাদেশ ও পাকিস্তানের সিনেমার নন্দিত নায়িকা শবনম আজ তার জীবন চলার পথে ৭৫ বছরে পা রাখছেন। তবে দিনটিকে ঘিরে তার কোনো উচ্ছ্বাস নেই, আনন্দ নেই। শবনম বলেন, ‘এই বয়সে আসলে জন্মদিনকে ঘিরে তেমন কোনো উচ্ছ্বাস বা আনন্দ থাকে না। তবে যেহেতু দীর্ঘদিন ঘর থেকে বের হওয়াই হয় না, তাই একমাত্র ছেলে রনিকে সঙ্গে নিয়ে আজ বাইরে কোথাও একসঙ্গে ডিনার করার আগ্রহ রয়েছে। দেখা যাক কী হয়।’ বাংলাদেশের নাচের পুতুল, তালাশ, চান্দা, দরশনসহ অনেক দর্শকনন্দিত ছবির জনপ্রিয় অভিনেত্রী শবনম দীর্ঘদিন ধরে ভালো গল্পের সিনেমার অভাবে অভিনয় থেকে দূরে আছেন। নব্বইয়ের দশকে কাজী হায়াৎ পরিচালিত ‘আম্মাজান’ সিনেমায় অভিনয়ের পর প্রায় ২২ বছরে আর কোনো নতুন সিনেমায় অভিনয়ে দেখা মেলেনি শবনমের। সত্তরের দশকে অশোক ঘোষ পরিচালিত ‘নাচের পুতুল’ সিনেমায় নায়করাজ রাজ্জাকের লিপে মাহমুদুন্নবীর গাওয়া ‘আয়নাতে ঐ মুখ দেখবে যখন’ গানটি এখনো দারুণ জনপ্রিয়। এই সিনেমার নায়িকা ছিলেন শবনম। গানটির দৃশ্যায়নে শবনমের অনবদ্য অভিনয় এখনো দর্শকের মন ছুঁয়ে যায়। অভিনয় জীবনের দীর্ঘ সময় তিনি পাকিস্তানের সিনেমায় অভিনয় করেছেন। সেখানকার দর্শকের কাছে এক মহান নায়িকার নাম শবনম। সেখানে সিনেমায় অভিনয়ের জন্য পেয়েছেন সর্বোচ্চ ১১ বার নিগার অ্যাওয়ার্ড।  শবনম বলেন, ‘সত্যি বলতে একজন শিল্পীর জীবনে অবসর বলে কিছু নেই। তাই এখনো আশায় বুক বেঁধে আছি, হয়তো কোনো এক দিন একটি ভালো গল্পের সিনেমায় অভিনয় করতে পারব। তবে, কষ্টের কথা হচ্ছে দিন দিন সিনেমা হলের সংখ্যা কমেই যাচ্ছে। কী যে হবে আমাদের আগামী দিনের সিনেমা ইন্ডাস্ট্রির, তা একমাত্র ঈশ্বরই জানেন।’ করোনার এই দিনগুলোতে শবনম রাজধানীর বারিধারায় নিজের বাসায়ই অবস্থান করছেন। সঙ্গে আছেন তার একমাত্র ছেলে রনি।

সর্বশেষ খবর