অভিনেত্রী শারমিন আঁখি এবার কলকাতার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শ্যাডো’তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করলেন। এটির কাজও শেষ হয়েছে। এটি নির্মাণ করেছেন কলকাতার পরিচালক অরিজিত মুখার্জি। এরই মধ্যে চলচ্চিত্রটির পোস্টার ও ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে। এই চলচ্চিত্রটি নিয়ে বেশ আশাবাদী আঁখি। সম্প্রতি চলচ্চিত্রটির অফিশিয়াল ট্রেইলার প্রকাশ পেয়েছে। শারমিন আঁখি জানান, ‘অনেক দিন ধরেই অরিজিত মুখার্জির সঙ্গে কথা চলছিল কাজটির ব্যাপারে। ২৯ ডিসেম্বর এটি অরিজিত অফিশিয়াল ইউটিউব চ্যানেলে দুই দেশেই একসঙ্গে মুক্তি পাবে।