বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

‘অল্প কথার গল্প গান’ বইয়ের মোড়ক উন্মোচন

শোবিজ প্রতিবেদক

‘অল্প কথার গল্প গান’ বইয়ের মোড়ক উন্মোচন

একজন বরেণ্য, সমাদৃত গীতিকার হিসেবে দীর্ঘ প্রায় ছয় দশকের পথচলায় কোনো অনুষ্ঠানে তিনি সবার ভালোবাসার চাদরে আবৃত হয়ে অশ্রুসিক্ত হননি। কিন্তু ৭৮তম জন্মদিন উপলক্ষে ছেলে উপল ও মেয়ে দিঠি আয়োজিত ‘অল্প কথার গল্প গান’ অনুষ্ঠানে বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের মানুষের ভালোবাসায় বিস্মিতই হলেন উপমহাদেশের বরেণ্য গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। গত ২২ ফেব্রুয়ারি ছিল তাঁর ৭৮তম জন্মদিন। আর সেদিনই উপল ও দিঠির উদ্যোগে রাজধানীর গুলশান ক্লাবে তাদের বাবার জন্মদিন এবং জন্মদিন উপলক্ষে বাবার লেখা প্রথম বই ‘অল্প কথার গল্প গান’ প্রকাশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নিমন্ত্রিত প্রায় সবাই উপস্থিত হয়ে ২২ ফেব্রুয়ারির সন্ধ্যাটিকে এক কালজয়ী সন্ধ্যায় রূপান্তর করেছিলেন। গাজী মাজহারুল আনোয়ারকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন চিত্রনায়ক উজ্জ্বল, ইলিয়াস কাঞ্চন, ওমর সানী, বাপ্পারাজ, শাকিব খান, অনন্ত, সম্রাট, রোজিনা, অরুণা বিশ্বাস, মৌসুমী, তারিন, সৈয়দ আবদুল হাদী, লিনু বিল্লাহ, রফিকুল আলম, আবিদা সুলতানা, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, কুমার বিশ্বজিৎ, রুমানা ইসলাম, কনকচাঁপা, আসিফ আকবর, আঁখি আলমগীর, দিনাত জাহান মুন্নী, মোমিন বিশ্বাস, কোনাল, আলম খান,  ফোয়াদ নাসের বাবু, ফরিদ আহমেদ, মিল্টন খন্দকার, জাভেদ আহমেদ কিসলু, বিপ্লব সাহা, বুলবুল টুম্পা, কবির বকুলসহ আরও অনেকে। 

সর্বশেষ খবর