শনিবার, ২৭ মার্চ, ২০২১ ০০:০০ টা

১৫ ভার্সনে ‘বাংলাদেশ আমার’

শোবিজ প্রতিবেদক

১৫ ভার্সনে ‘বাংলাদেশ আমার’

সুমন কল্যাণের সুর ও সংগীতে মূল গানটিতে কণ্ঠ দিয়েছেন রাজীব, কর্নিয়া, পারভেজ, অবন্তী সিঁথি। এই প্রমথ বারের মতো কোনো গান একই সঙ্গে দেশের প্রায় সব আঞ্চলিক ভাষা এবং উপজাতীয় ভাষায় হয়েছে। এ ছাড়াও গানটি ইংরেজি ভাষা ও ইনস্ট্রুমেন্টে ভার্সন করা হয়েছে। গানটির চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় সন্দিপন, নোয়াখালী ভাষায় ঐশী, সিলেটের ভাষায় মন্টি, বরিশালের ভাষায় কাজী শুভ, ঢাকার ভাষায় পান্থকানাই, রূপুরের ভাষায় টিডাব্লিও সৈনিক, ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় প্রণব ভট্টাচার্য্য, উত্তরবঙ্গের ভাষায় এম আই মিঠু, পাবনার ভাষায় সোহেল মেহেদী, পার্বত্য চট্টগ্রামের ভাষায় তিশা দেওয়ান, গারো ভাষায় যাদু রিছিল এবং ইংরেজি ভার্সনে আশফাকুল বারী রোমন কণ্ঠ দিয়েছেন। ইশারা ভাষায় ছিলেন মনোয়ার হোসেন। আরও দুটি ভার্সন কুমিল্লা ও ময়মনসিংহের জনপ্রিয় গায়ক আসিফ আকবর ও লিজা। গানটি প্রসঙ্গে গীতিকার এনামুল কবির সুজন বলেন, ‘এই সুবর্ণজয়ন্তীতে নিজের দায়বদ্ধতা থেকে গানটি লেখা।’ সুরকার সুমন কল্যাণ বলেন, ‘ভিন্ন ধাঁচের একটি গান করেছি। আশা করি ভালো লাগবে।’

 

সর্বশেষ খবর