রবিবার, ২৫ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

সাফল্যের তিন যুগে ‘অবসকিউর’ এবং টিপু

শোবিজ প্রতিবেদক

সাফল্যের তিন যুগে ‘অবসকিউর’ এবং টিপু

বাংলাদেশের পুরনো ব্যান্ড দলগুলোর মধ্যে অন্যতম ‘অবসকিউর’। ১৯৮৫ সালে টিপুর হাত ধরে ব্যান্ড দলটির যাত্রা শুরু হয়েছিল। যাত্রা শুরুর পর থেকে ব্যান্ডটির শুধু সফলতার গল্প, শ্রোতা-দর্শকের ভালোবাসায় সিক্ত হওয়ার গল্প। ১৯৮৫ সালে সারগাম থেকে প্রকাশিত অবসকিউর প্রথম অ্যালবাম ছিল ‘অবসকিউর ভলিউম ওয়ান’।

এই অ্যালবামের ‘মাঝ রাতে চাঁদ যদি আলো না বিলায়’ গানটি শ্রোতা-দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এরপর ব্যান্ডটি উপহার দিতে থাকে একের পর এক জনপ্রিয় গানের অ্যালবাম। এ প্রসঙ্গে টিপু বলেন, ‘এটা ভীষণ সত্যি কথা যে, গানে আমার প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই।

ছোটবেলা থেকেই আমি গান শুনতাম শ্রদ্ধেয় মান্না দে, সন্ধ্যা মুখার্জি, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলের। গানকে ভালোবেসে, ‘অবসকিউর’ ব্যান্ডের সব সদস্য দিয়ে তিন যুগ পার করে দিয়েছি। এই আমাদের জন্য একটি বড় প্রাপ্তি। সামনে ভালো কিছু গান করার প্রস্তুতি আছে।

সর্বশেষ খবর