শাকিলা পারভীন, এ প্রজন্মের একজন অভিনয়শিল্পী এবং মিউজিক ভিডিওর মডেল। মূলত এই সময়ের তরুণ-তরুণীদের কাছে মিউজিক ভিডিওর মডেল হিসেবে তার গ্রহণযোগ্যতাটা অনেকের চেয়ে অনেক বেশি। এরই মধ্যে শাকিলা পারভীন বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রিয় সংগীতশিল্পী ন্যান্সির গানের মিউজিক ভিডিওতে প্রথমবারের মতো মডেল হয়েছেন। ন্যান্সির গাওয়া ‘ভুল’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওতে তিনি মডেল হিসেবে কাজ করেছেন। তবে শাকিলার মিউজিক ভিডিওতে কাজ করা নিয়ে রয়েছে স্বপ্ন। শাকিলা পারভীন বলেন, ‘কয়েক বছরের পথচলায় মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করতে গিয়ে অনেকেরই গানের মডেল হিসেবে কাজ করেছি। কিন্তু আমার সবচেয়ে প্রিয় শিল্পী তাহসান। তাহসান ভাইয়ের গানে কখনো মডেল হিসেবে কাজ করা হয়ে উঠেনি। খুব ইচ্ছে আছে তার গানে মডেল হিসেবে কাজ করার। আর এই মুহূর্তে আগের চেয়ে গানের মিউজিক ভিডিওতে কাজ করার ক্ষেত্রে যেমন একটু সচেতন হচ্ছি, চুজিও হচ্ছি। কারণ আমার পরিবারও কাজগুলো এখন বেশ আগ্রহ নিয়ে দেখে।’ এরই মধ্যে শাকিলার মিউজিক ভিডিও ছিল ‘সোনা বন্ধুরে’ প্রকাশ পায় গত ২২ জুলাই, ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে। এরই মধ্যে গানটি প্রায় ৯ লাখ ভিউয়ার্স উপভোগ করেছেন।