বুধবার, ১০ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

সাবিনার গানে আপ্লুত প্রবাসীরা

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

শোবিজ প্রতিবেদক

সাবিনার গানে আপ্লুত প্রবাসীরা

করোনার ভীতি থেকে স্বাভাবিক জীবনে ফেরার ক্ষেত্রে বাংলা গানের কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিনের নাম নিউইয়র্কের সীমানা ছাড়িয়ে সারা আমেরিকায় ছড়িয়ে পড়েছে। এই বয়সেও টানা আড়াই ঘণ্টায় তিন ডজনের মতো গান বিরামহীনভাবে পরিবেশনের মধ্য দিয়ে নিউইয়র্ক অঞ্চলের গানপাগল প্রবাসীদের আপ্লুত করেছেন। সুরের ইন্দ্রজালে সবাইকে ভাসিয়ে দিয়েছেন সবার অজান্তে। বিশ্বের রাজধানী হিসেবে পরিচিত নিউইয়র্কের ফ্লাশিং মেডোজ পার্কের সবুজ অরণ্যে চমৎকার স্থাপত্য শিল্পের সমন্বয়ে নির্মিত কুইন্স থিয়েটার হলের আলো ঝলমল পরিবেশে কখন সময় ফুরিয়ে গেছে তাও অনেকে টের পাননি হারানো দিনের সবচেয়ে হৃদয়স্পর্শী সুর আর কথামালার মধ্যে ডুবে থাকায়। শত শত দর্শক-শ্রোতার মুহুর্মুহু করতালি আর অভিনন্দন বার্তায় সিক্ত হয়ে সাবিনাও মেতে উঠেছিলেন গানের মধ্যে। সাবিনার এই একক সংগীতানুষ্ঠানের আয়োজন করেছিলেন ‘শো টাইম মিউজিক’র কর্ণধার আলমগীর খান আলম। তাঁর এ আয়োজনে পাশে দাঁড়িয়েছিলেন প্রবাসের শুদ্ধ সংগীতচর্চার পৃষ্ঠপোষকরা।  এ অনুষ্ঠানে সাবিনা তাঁর জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন। 

 

সর্বশেষ খবর