প্রেমের নদীতে সম্পর্কের তরী ভাসিয়ে পরস্পরকে আলিঙ্গন। একসময় সব আবেগ উগলে বিয়ের পিঁড়িতে বসা। সংসার নামক বন্ধনে কেটে যাচ্ছিল দীর্ঘ বছর। হঠাৎ সুখের ঘরে জ্বলে উঠল দুঃখের আগুন, ঘটল বিচ্ছেদ। বলিউডের এমন কজন তারকার দীর্ঘদিনের সংসার ভাঙার গল্প তুলে ধরা হয়েছে- শোবিজ ডেস্ক
১৮ বছরের সংসার ধানুশ-ঐশ্বরিয়ার
দীর্ঘ ১৮ বছর একসঙ্গে ঘর করেছেন তাঁরা। রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়ার সঙ্গে ধানুশের সম্পর্ক ভক্তদের কাছে বেশ প্রিয় ছিল। সেই জুটি আলাদা হওয়ার ঘোষণা ভক্তদের মনে বড় ধাক্কা দিয়েছে।
১২ বছর পর ভাঙন নাগা-সামান্থার
আক্কিনেনি পরিবারে সামান্থা রুথ প্রভুর বউ হয়ে যাওয়ার ঘটনা যতখানি আলোড়ন তুলেছিল, ঠিক ততটাই বিষাদে ভরিয়ে দেয় নাগা চৈতন্য ও সামান্থার বিচ্ছেদের সংবাদ। ভক্তরা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এই খবরে। প্রায় এক যুগের সংসার ছিল তাঁদের।
১৫ বছরের দাম্পত্য আমির-কিরণের
আমির খান ও কিরণ রাওয়ের বিচ্ছেদের খবর বিনা মেঘে বজ্রপাতের মতো এসেছিল ভক্তদের কাছে। ১৫ বছরের সংসারের ইতি টানবেন তাঁরা, তা ভাবতে পারেননি ভক্তরা।
১৬ বছর পর দুই মেরুতে ফারহান- অধুনা
ফারহান আখতার ও অধুনা ভবানির সংসার ছিল ১৬ বছরের। সেই বাঁধনও টিকে থাকেনি। শিবানি দন্ডেকরের সঙ্গে ফারহানের পরকীয়া ও দুজনের মানসিকতার বিস্তর ফারাকই নাকি বিচ্ছেদের অন্যতম কারণ। ২০১৬ সালে এই জুটি তাঁদের ১৫ বছরের দাম্পত্যে ইতি টানেন।
১৮ বছর পর বিচ্ছেদ আরবাজ-মালাইকার
বলিউডে অন্যতম তারকা জুটি ছিলেন আরবাজ খান ও মালাইকা অরোরা। ২০১৬ সালে ১৮ বছরের সংসারের ইতি টানেন তাঁরা। অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে মালাইকার পরকীয়া সম্পর্কই নাকি আরবাজ-মালাইকার বিচ্ছেদের মূল কারণ।
২১ বছর একসঙ্গে অর্জুন-জেসিয়া
অর্জুন রামপাল ও মেহের জেসিয়া ২১ বছরের সংসার শেষে বিচ্ছেদ ঘোষণায় অবাক করে দিয়েছিলেন সবাইকে। ২০১৯ সালে তাঁদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়।
১৪ বছর পর আলাদা হৃত্বিক-সুজানা
১৪ বছরের সংসার ছিল তাঁদের। এখনো সন্তানদের লালন-পালন করেন দুজনই। কিন্তু সুদর্শন নায়ক হৃত্বিক রোশন ও সুজানা খানের বিচ্ছেদে বেশ কষ্ট পেয়েছিলেন ভক্তরা। হৃত্বিকের নানা সম্পর্কে জড়িয়ে পড়া, বিশেষ করে কঙ্গনা রানাউতের সঙ্গে ঘনিষ্ঠতাও নাকি সম্পর্কে চির ধরার অন্যতম কারণ।
এক যুগের সংসার কারিশমা-সঞ্জয়ের
কারিশমা কাপুর ও সঞ্জয় কাপুরের প্রেম ছিল রূপকথার মতো। তারপরও টেকেনি তাঁদের সংসার। প্রায় এক যুগ পর ২০১৬ সালে দুজনের দুটি পথ আলাদা হয়ে যায়।
১৩ বছর পর বিচ্ছেদে সাইফ-অমৃতা
প্রেম করেই ১২ বছরের বড় অমৃতাকে বিয়ে করেন সাইফ। তাঁদের সম্পর্কের বাঁধন তেমন মজবুত ছিল না। সাইফের ওপর অতিরিক্ত কর্তৃত্ব স্থাপন করতেন অমৃতা। পাশাপাশি এক বিদেশি মডেলের সঙ্গে সাইফের সম্পর্কসহ নানা কারণে সাইফ-অমৃতার ১৩ বছরের সংসার ভেঙে যায়।
১৫ বছর একসঙ্গেই ছিলেন আমির-রীনা
১৯৮৬ সালে ভালোবেসেই রীনা দত্তকে বিয়ে করেন আমির খান। বিয়ের ১৫ বছর পর ২০০২ সালে বিচ্ছেদ হয় তাঁদের। আমিরের সঙ্গে নাকি মতের মিল হচ্ছিল না রীনার। এ ছাড়া দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে ঘনিষ্ঠতাও সম্পর্ক ভাঙনের অন্যতম কারণ ছিল।
মনিশ-পূজার ১১ বছরের সংসার
১৯৯৭ সালে ‘পাপ’ ছবির শুটিংয়ের সময় এই দুজনের পরিচয়। সেখান থেকে প্রেম। তারপর ১১ বছরের দীর্ঘ সংসার। সেখানেও নেমে এসেছে বিচ্ছেদ। হয়তো জীবনটা বেশিই নিস্তরঙ্গ ঠেকছিল পূজা ভাটের কাছে। তবে তিনি টুইটারে জানিয়েছেন, পরস্পরের মধ্যে এখনো ভালো বন্ধুত্ব ও বোঝাপড়া রয়েছে তাঁদের।