সোমবার, ১৪ মার্চ, ২০২২ ০০:০০ টা

আসছে ‘জাল ছেঁড়ার সময়’

শোবিজ প্রতিবেদক

আসছে ‘জাল ছেঁড়ার সময়’

একাত্তরের দ্রোহ, ভালোবাসা, যুদ্ধ আর দেশপ্রেমের চলচ্চিত্র ‘জাল ছেঁড়ার সময়’ আগামী ২৫ মার্চ মহান স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছে।  চলচ্চিত্রটির কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সাজ্জাদ হায়দার। অভিনয় করেছেন- আশিক, অঞ্জলী, সুস্মিতা, ইমন, এমদাদ, রানা, ফারিয়া এবং আরও অনেকে। এই প্রজন্মের সংগীতশিল্পী রুকশানা রুপসা, তাসনিম জামান স¦র্ণা ও আফসানা রুবি প্লেব্যাক করেছেন। সংগীত পরিচালনা করেছেন জিয়াউল হাসান। এটি মুক্তিযুদ্ধের সিনেমা। সত্তর সাল থেকেই কাহিনি শুরু। সেই সময় বিদ্রোহী তারুণ্যকে দেখানো হয়েছে। কিছু সত্যি ঘটনা ভিন্ন ভিন্ন সেগমেন্টে তুলে ধরা হয়েছে। ২৫ মার্চের রাতের ঘটনা ও হত্যাকান্ড দেখানো হয়েছে। অবরুদ্ধ ঢাকা শহরের জীবনযাত্রা দেখানো হয়েছে। যুদ্ধের দৃশ্যে স্পেশাল ইফেক্ট দেখানো হয়েছে। ড্রোন ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই সিনেমায় সর্বশেষ প্রযুক্তি ব্যবহার হয়েছে। এ কারণে দর্শকের মনে একগুঁয়েমি আসার সুযোগ নেই। সিনেমায় অতি অভিনয় নেই-বাংলাভাষার বিকৃতি নেই। সংলাপে প্রমিত বাংলা ব্যবহার করা হয়েছে-উচ্চারণ নিখুঁত করার চেষ্টা করা হয়েছে। অহেতুক যৌনতা দেখানো হয়নি। এ কারণে পরিবারের সবাইকে নিয়ে সিনেমাটি দেখা যাবে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর