রবিবার, ২৯ মে, ২০২২ ০০:০০ টা

আবৃত্তিশিল্পী হাসান আরিফ স্মরণে

শোবিজ প্রতিবেদক

আবৃত্তিশিল্পী হাসান আরিফ স্মরণে

বরেণ্য আবৃত্তিশিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক হাসান আরিফকে স্মরণ করেছে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ। শুক্রবার ‘হাসান আরিফ অতঃপর’ শিরোনামে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সারা দিনের আয়োজনে বিশিষ্টজনরা বলেন, এই গুণীর জীবনদর্শন অনুসরণ করে মুক্তিযুদ্ধের চেতনায় সংস্কৃতিকর্মীরা কাজ করে গেলেই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করা হবে।  হাসান আরিফের স্মৃতিচারণ করেন রামেন্দু মজুমদার, আসাদুজ্জামান নূর এমপি, মামুনুর রশিদ, গোলাম কুদ্দুছ, অধ্যাপক ডক্টর মুহাম্মদ সামাদ, লিয়াকত আলী লাকী, রাইসুল ইসলাম আসাদ, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, রাবেয়া রওশন তুলি, মো. আহকাম উল্লাহ, ঝুনা চৌধুরী, কামাল পাশা চৌধুরী, শিমুল মুস্তাফা, তারিক সুজাত, সাদিকুর রহমান পরাগ, শমী কায়সার, আহমেদ গিয়াস, আবু আহমেদ ফয়জুল কবির ফরিদ, আকতারুজ্জামান, সংগীতা ইমাম, রফিকুল ইসলাম, জ্যোতি জুয়েনুদ্দিন, আজিজুল পারভেজ, কবির হোসেন তাপস, ইকবাল খোরশেদ, রোকেয়া প্রাচী, জাহিদ মুস্তাফা, মাহিদুল ইসলাম, আশীষ উর রহমান শুভ, আহসানউল্লাহ মজুমদার, বেলায়েত হোসেন, আজহারুল হক আজাদ, মাসুদুজ্জামান, কাজী মাহতাব সুমন, মোরসালীন মিজান, রাশেদ হাসান এবং অন্যরা। অন্যদিকে আবৃত্তি পরিবেশন করেন সোনিয়া হাসান সুবর্ণা, মীর মাসরুর জামান রনি, লায়না তারান্নুম চৌধুরী এবং মাহফুজ রিজভীসহ শিল্পীরা। অনুষ্ঠানে হাসান আরিফ নির্দেশিত ‘নুরুলদীনের সারা জীবনের প্রস্তাবনা’, ‘মহাবিজয়ের মহানায়ক’, ‘ঘুম নেই অতঃপর’, ‘আমরা তোমাদের ভুলব না’, ‘প্রবর্তকের ঘুরচাকায়’ ও ‘মা’সহ আবৃত্তি প্রযোজনা এবং দলীয়, একক ও দ্বৈত আবৃত্তি পরিবেশন করা হয়। উল্লেখ্য, আমৃত্যু সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে গেছেন আবৃত্তিশিল্পী হাসান আরিফ। আবৃত্তি প্রশিক্ষক এবং নির্দেশক হিসেবেও তিনি ছিলেন অনন্য।

সর্বশেষ খবর