বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২ ০০:০০ টা
বাংলাদেশ ফিল্ম আর্কাইভে

চলচ্চিত্র প্রদর্শন ও পুরস্কার বিতরণী

শোবিজ প্রতিবেদক

চলচ্চিত্র প্রদর্শন ও পুরস্কার বিতরণী

শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিবস উপলক্ষে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ আলোচনা অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিশুতোষ চলচ্চিত্র ও স্থিরচিত্র প্রদর্শনীর আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলা একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন। সভাপতিত্ব করেন ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. নিজামূল কবীর। চিত্রাঙ্কন প্রতিযোগিতার ক, খ ও গ তিনটি বিভাগের প্রতিটি বিভাগে তিনটি করে পুরস্কার দেওয়া হয় শিশু-কিশোরদের।  প্রদর্শিত হয় চলচ্চিত্র ছুটির ঘণ্টা। আর্কাইভ ভবনের দ্বিতীয় তলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ শেখ রাসেলের দুর্লভ স্থিরচিত্রের প্রদর্শনীর আয়োজন করা হয়।

সর্বশেষ খবর