শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

এবার ঢাকায় ‘মেইড ইন চিটাগং’

শোবিজ প্রতিবেদক

এবার ঢাকায় ‘মেইড ইন চিটাগং’

চট্টগ্রামের পর ঢাকা ও নারায়ণগঞ্জে মুক্তি পেয়েছে ‘মেইড ইন চিটাগং’। সিনেমাটির প্ল্যাটফরম প্রডিউসার বিঞ্জ-এর জেনারেল ম্যানেজার হাসিবুল হাসান বলেন, ‘চট্টগ্রামে সিনেমাটি এখনো চলছে। রাঙামাটি ও খাগড়াছড়ির হলগুলো বন্ধ ছিল, এখন সেটি চালু করছে। ঢাকার স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি) ও ব্লকবাস্টার সিনেমাসে (যমুনা ফিউচার পার্ক) মুক্তি পেয়েছে ‘মেইড ইন চিটাগং’।  নারায়ণগঞ্জের জয় সিনেমাসেও দেখা যাচ্ছে এটি।’ এ ছাড়া ২০২৩ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে দেশের বাহিরে যাবে বলে জানান তিনি। কমেডি ঘরানার এ সিনেমাটিতে উঠে এসেছে মেজবান, জব্বারের বলীখেলাসহ চট্টগ্রামের আঞ্চলিক সংস্কৃতি। এটি নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। পার্থ বড়ুয়া ও অপর্ণা ঘোষ ছাড়াও এতে আছেন চিত্রলেখা গুহ, সাজু খাদেমসহ আরও অনেকে।

সর্বশেষ খবর