শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

সংগীত সাধনায় উত্তম কুমার

শোবিজ প্রতিবেদক

সংগীত সাধনায় উত্তম কুমার

কণ্ঠশিল্পী উত্তম কুমার রায়। ২০০৪ সালে তিনি আধুনিক গানের ডেব্যু অ্যালবাম ‘হাওয়া’ বের করেন। এরপর কাজী নজরুলের বাছাই করা অবিস্মরণীয় কীর্তন, ভজন, বাউল, শ্যামা বিষয়ক আটটি ভক্তিগীতি নিয়ে ‘এলোরে শ্রী দুর্গা’ নিয়ে আসেন। এ ছাড়াও তাঁর আধুনিক ও নজরুলের গানের বেশ কিছু মিক্সড অ্যালবাম রয়েছে। বর্তমানে বেশকটি প্রজেক্ট নিয়ে কাজ করছেন উত্তম। যার মধ্যে রয়েছে ফোক ফিউশন, আধুনিক, নজরুল, রবীন্দ্র ও সুফি ফিউশন। তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নজরুলসংগীত ও আধুনিক গানের শিল্পী। বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত সুরকার ও সংগীত পরিচালকও তিনি। নিজের লেখা ও সুর করা অনেক শ্রোতাপ্রিয় গান রয়েছে তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলে।  গভীর আবেগি গায়নভঙ্গির অনন্যতার জন্য এরই মধ্যে উত্তম সংগীতজনদের দৃষ্টি কেড়েছেন। সমানতালে স্টেজ শো-ও করছেন নিয়মিত। তিনি বলেন, ‘একজন কমপ্লিট মিউজিশিয়ান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই।’

সর্বশেষ খবর