রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

কলকাতায় গাজী মাজহারুলের বই

শোবিজ প্রতিবেদক

কলকাতায় দশম বাংলাদেশ বইমেলায় প্রকাশিত হয়েছে সদ্য প্রয়াত কিংবদন্তি গীতিকবি ও পরিচালক গাজী মাজহারুল আনোয়ারের ‘অল্প কথার গল্প গান’ বইয়ের দ্বিতীয় এবং তৃতীয় খ-। বৃহস্পতিবার বইটির মোড়ক উন্মোচন করা হয়। এ সময় বইটির প্রকাশক ও ভাষাচিত্রের কর্ণধার মনিরুল ইসলাম সোহেল ছাড়াও গীতিকবির স্ত্রী জোহরা গাজী,  ছেলে সরফরাজ আনোয়ার উপল, মেয়ে দিঠি আনোয়ার এবং কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাস উপস্থিত ছিলেন। জানা যায়, এই বইটি ধারাবাহিকভাবে প্রকাশ হতে থাকবে।  ‘অল্প কথার গল্প গান’-এ গাজী মাজহারুল আনোয়ারের বিখ্যাত সব গানের নেপথ্যের গল্প তথ্যসহ উঠে এসেছে।

Left Image
Right Image

সরিষা ইলিশের আসল স্বাদ, সহজেই রাঁধুনী সরিষা ইলিশ মশলায়

সর্বশেষ খবর