প্রথম সিনেমায় অভিনয় করেই নিজের জাত চিনিয়েছেন গোলাম ফরিদা ছন্দা ও সতীর্থ রহমানের যমজ মেয়ের একজন রোদেলা সুভাষিণী টাপুর। আশুতোষ সুজনের নির্মিত এই সিনেমার নাম ‘দেশান্তর’। প্রথম সিনেমায় অভিনয় করে দর্শকের প্রশংসায় ভাসছেন টাপুর। এদিকে তাঁদের যমজ মেয়ের আরেকজন মেঘা সুহাসিনী টুপুরও নতুন একটি প্রজেক্টে কাজ করছেন শীর্ষ অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে। তাঁদের সঙ্গে টাপুরও রয়েছেন। সম্প্রতি নেত্রকোনার বিরিসিরির দুর্গাপুরের ‘ওয়াইএমসিএ’তে বাবা সতীর্থ রহমান দুই মেয়ে ও মোশাররফ করিমের সঙ্গে তোলা কিছু ছবি ফেসবুকে পোস্ট করেছেন। স্ত্রী গোলাম ফরিদা ছন্দা, যমজ মেয়ে ও ইসমা আজম স্বপনকে ছবিগুলো ট্যাগ করে সতীর্থ রহমান লিখেছেন, ‘নতুন প্রজেক্ট। হোপিং ফর দ্য বেস্ট।’