সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা
নাজনীন চুমকী

শিশুতোষ চলচ্চিত্রে

 শোবিজ প্রতিবেদক

শিশুতোষ চলচ্চিত্রে

রহস্য-রোমাঞ্চে জমজমাট আউয়াল রেজা নির্মিত সিনেমা ‘মেঘ রোদ্দুর খেলা’। এটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নাজনীন হাসান চুমকী। এ ছাড়াও রয়েছেন প্রাণ রায়, মাজনুন মিজান, সাহানা রহমান সুমি, মিলি বাসার, আউয়াল রেজাসহ শিশুশিল্পী টইটই, অর্নিমা, রাফিদ, কিংবদন্তি, নাফিস, রাজিত, অদিতা, মাহা। এটির নির্মাণকাজ শেষ। ১৬ ডিসেম্বর ছবিটির ট্রেইলার ও অফিশিয়াল পোস্টার রিলিজ হয়। ৩০ ডিসেম্বর রাজধানী ঢাকাসহ দেশের শীর্ষ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। ছবিটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন নির্মাতা নিজেই। ছবিটির চিত্রগ্রহণে টি ডাবলুু সৈনিক এবং সুর-সংগীত পরিচালনায় ফুয়াদ নাসের বাবু। গানে কণ্ঠ দিয়েছেন এলিটা করিম, টি ডাবলু সৈনিক, সুজন আরিফ ও আশরাফুল বারী রুমন।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর