শিরোনাম
বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

প্রথমবারের মতো ইশরাত নিশাতের নামে নাট্য পুরস্কার

শোবিজ প্রতিবেদক

প্রথমবারের মতো ইশরাত নিশাতের নামে নাট্য পুরস্কার

প্রয়াত নাট্যজন ইশরাত নিশাতকে স্মরণ করে চালু হচ্ছে ‘ইশরাত নিশাত নাট্য পুরস্কার-২০২২’। প্রতি বছর ইশরাত নিশাতের প্রয়াণ দিবসে নাট্য প্রযোজনার আটটি ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হবে। সেই হিসেবে প্রথমবারের মতো এ বছরের ১৯ জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালায় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নাটকের আটটি শাখায় পুরস্কার প্রদান করা হবে। সেই পরিপ্রেক্ষিতে শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে ইশরাত নিশাত নাট্য পুরস্কার বাস্তবায়ন কমিটির উদ্যোগে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইশরাত নিশাত নাট্য পুরস্কার বাস্তবায়ন কমিটির কো-চেয়ারম্যান নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, জুরি বোর্ড প্রধান প্রফেসর আবদুস সেলিম, সমন্বয়ক সেলিনা শেলী, সদস্য ম. হামিদ, লাকী ইনাম, গোলাম কুদ্দুস, মাসুম রেজা, ইউসুফ হাসান অর্ক, কাজী রাজু, তৌহিদ মিতুলসহ অন্যান্য ব্যক্তি। সংবাদ সম্মেলনে জানানো হয়, এই পুরস্কারের উদ্দেশ্য হবে নিবেদিত মঞ্চাভিনেতাদের কাজের স্বীকৃতি দেওয়া ও অন্যদের থিয়েটারে উৎসাহিত করা। তাই দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব ও গুণীজনদের সম্পৃক্ত করে একটি জাতীয় কমিটি এবং নিরপেক্ষ জুরি বোর্ড ২০২১ ও ২০২২ সালে গ্রুপ থিয়েটার চর্চা করে যাচ্ছে এমন দলের মঞ্চায়িত নতুন ১৭টি নাটক দেখে এই মূল্যায়ন সম্পন্ন করেছে। প্রতি বছর শ্রেষ্ঠ অভিনেতা-নারী, শ্রেষ্ঠ অভিনেতা-পুরুষ, শ্রেষ্ঠ নির্দেশক, শ্রেষ্ঠ নাট্যকার, শ্রেষ্ঠ মঞ্চসজ্জা, শ্রেষ্ঠ আবহ সংগীত, শ্রেষ্ঠ আলো পরিকল্পক, শ্রেষ্ঠ প্রযোজনা (নাটক) বিভাগে পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের প্রতিটির আর্থিক মূল্যমান হবে ২৫ হাজার টাকা। পুরস্কারের জন্য নির্বাচিত প্রত্যেককে একটি ক্রেস্ট ও একটি সনদ প্রদান করা হবে। পুরস্কার প্রদানে অতিথি হিসেবে থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ। অন্যদিকে ২০ জানুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নাট্যদল দেশনাটক মঞ্চায়ন করবে ‘জলবাসর’।

সর্বশেষ খবর