বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
নিপুণ

কাজে আত্মতৃপ্তি

শোবিজ প্রতিবেদক্র

কাজে আত্মতৃপ্তি

‘অনেক কাজ আমরা সমিতির মাধ্যমে করেছি। ১০৩ জন শিল্পীর ভোটাধিকার ফিরিয়ে দিয়েছি। তারা পরিচয়পত্র পেয়েছেন। যত সিনেমা মুক্তি পাচ্ছে আমরা সেগুলোর জন্য প্রমোশন করছি। সেটা যার সিনেমাই হোক না কেন। এবারের বন্যায় আমরা ত্রাণ নিয়ে সিলেটে গিয়েছি। ঢাকা ৮৬ খ্যাত নায়িকা রঞ্জিতার পাশে দাঁড়িয়েছি। তাকে যতটা সম্ভব সহযোগিতা করেছি। কোনো শিল্পীর মেয়ের বিয়েতে টাকার প্রয়োজন, যতটুকু পারছি করছি। একজন শিল্পীর সন্তানের পড়ালেখার জন্য অর্থ দরকার, আমরা সমিতি থেকে কিছু দিচ্ছি। তিনি বলেন, আপনারা এসে দেখুন, এফডিসির পরিবেশ আগের যে কোনো সময়ের চেয়ে ভালো। এফডিসি এখন শৃঙ্খলার মধ্যে চলছে। ছুটির দিন শিল্পী সমিতির অফিস বন্ধ থাকে। আগে এটা হতো না। কখনো কখনো রাতভর খোলা থাকত। তা হবে কেন? এটা তো সরকারি জায়গায়। নিয়ম মেনে চলতে হবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর