মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ওটিটিতে ব্যস্ত তারকারা

আলাউদ্দীন মাজিদ

ওটিটিতে ব্যস্ত তারকারা

ওটিটি এখন বিনোদনের নতুন মাধ্যম হিসেবে দর্শক-শিল্পীদের নির্ভরতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ছোট পর্দার নাটকের তারকারা এখন ওটিটির দিকেই বেশি ব্যস্ত হয়ে পড়েছেন। গত বছরের অনলাইন প্ল্যাটফরমের চিত্র অন্তত তাই বলছে। বেশ কিছু ওয়েব সিরিজ নেট-দুনিয়ায় সাড়াও জাগিয়েছে। দেশি ওটিটির বাইরে ভিনদেশি প্ল্যাটফরমেও বাংলাদেশি নাটক ও ওয়েব সিরিজ আশাজাগানিয়া অবস্থান তৈরি করেছে।

গত বছর সবচেয়ে বেশি সাড়া জাগিয়েছিল ওয়েব সিরিজ ‘কারাগার’। শুধু ঢাকা নয়, কলকাতায় সিরিজটি দর্শকদের নজর কেড়েছে। সৈয়দ শাওকী পরিচালিত ‘কারাগার’ গত বছরের আগস্টে ভারতীয় প্ল্যাটফরম হইচইয়ে প্রকাশ হয়। চঞ্চল চৌধুরী, তাসনিয়া ফারিণ, ইন্তেখাব দিনার অভিনীত সিরিজটি দারুণ প্রশংসা কুড়ায়। যার দ্বিতীয় কিস্তি ছিল ‘কারাগার ২’। এ সিরিজে আরও অভিনয় করেছেন আফজাল হোসেন, বিজরী বরকতুল্লাহ, এফ এস নাঈম, তানভীন সুইটি প্রমুখ। এই কিস্তিটিও দর্শকের আগ্রহ কাড়ে। ‘কারাগার’ ছাড়া ‘তকদির’ (হইচই) সিরিজটির পরিচালনা করেছেন শাওকী। ‘কাইজার’-এর অন্যতম প্রযোজক তিনি। ‘কারাগার’-এর মুখ্য চরিত্রে এক কয়েদি, যার দাবি সে মীরজাফরকে হত্যা করেছিল। অন্যদিকে, ‘তকদির’-এর মুখ্য চরিত্রে শববাহী গাড়ির এক চালক। দুটি সিরিজেই অনবদ্য অভিনয়ের জোরে দর্শকের পরিধি বাড়িয়েছেন চঞ্চল চৌধুরী। দেশি ওয়েব কনটেন্টের মধ্যে আরেকটি আলোচিত সিরিজ চরকির ‘পেটকাটা ষ’। ভৌতিক ঘরানার চারটি ভিন্ন গল্প নিয়ে তৈরি হয়েছে এটি। মুখে মুখে প্রচলিত বিভিন্ন কুসংস্কার, লোককথার প্রেক্ষাপটে বর্তমান আবহে তৈরি এ সিরিজটি নির্মাণ করেন হুমায়ূন আহমেদের ছেলে নুহাশ হুমায়ূন। চলতি বছর আয়োজিত ‘আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব রটারডাম’-এর ৫২তম আসরে বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছে নুহাশ হুমায়ূনের ‘পেটকাটা ষ’। ‘সিন্ডিকেট’ ওয়েব সিরিজটিও ছিল আলোচনায়। শিহাব শাহীন পরিচালিত এ সিরিজের মাধ্যমে প্রথমবার একসঙ্গে দেখা যায় আফরান নিশো, তুষি ও ফারিণকে। এতে একদম ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করেন আফরান নিশো। অন্যান্য চরিত্রে দেখা গেছে শতাব্দী ওয়াদুদ, রাশেদ মামুন অপু, নাসির উদ্দিন খান। ‘কাইজার’, আলোচিত আরেকটি ওয়েব কনটেন্ট। এর মাধ্যমে নতুন গোয়েন্দা হাজির করেছেন নির্মাতা তানিম নূর। গত বছরের ৮ জুলাই ভারতীয় একটি প্ল্যাটফরমে মুক্তি পাওয়া এ ওয়েব কনটেন্টটি দর্শকের পছন্দের তালিকায় ছিল সবার ওপরে। এতে অভিনয় করেছেন আফরান নিশো, স্বাগতা, মোস্তাফিজুর নূর ইমরান, রিকিতা নন্দিনী শিমু, ইমতিয়াজ বর্ষণ, শতাব্দী ওয়াদুদ, সুমন আনোয়ার প্রমুখ। ‘বোধ’ নামে আরও একটি ওয়েব সিরিজ আলোচনায় ছিল গত বছর। অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত এ সিরিজটি ভারতীয় প্ল্যাটফরম হইচইয়ে গত বছরের ৪ নভেম্বর মুক্তি পায়। এ সিরিজে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন। এ ছাড়া আরও অভিনয় করেন দিলারা জামান, রুনা খান, অর্চিতা স্পর্শিয়া, রওনক হাসান। গত বছর ‘দাগ’ নামে একটি ওয়েব ফিল্ম বেশ আলোচিত হয়। সঞ্জয় সমাদ্দার পরিচালিত এ ফিল্মটি থ্রিলার গল্প নিয়ে নির্মিত হয়েছে। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, আয়েশা, নিশাত প্রমুখ। এ ফিল্মে মোশাররফ করিম নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করেছেন। গত বছরের শেষদিকে ‘মায়াশালিক’ নামে একটি ওয়েবফিল্মও আলোচনায় এসেছে। এ ফিল্মে তরুণ সামরিক কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। প্রকাশের পর ফিল্মটি বেশ দর্শকপ্রিয়তা পায়। বিশেষ করে অপূর্বভক্তরা তাদের প্রিয় অভিনেতাকে নতুনরূপে আবিষ্কার করেন। মোশাররফ করিম ও তানজিন তিশা অভিনীত ‘অমানুষ’ নামে একটি ওয়েব সিরিজও আলোচিত হয়। সঞ্জয় সমাদ্দার পরিচালিত এ সিরিজটি দেশি একটি প্ল্যাটফরমে গত বছর প্রকাশ হয়। মোশাররফ করিম ও অর্ষা অভিনীত ‘মাস্টারমাইন্ড’ ওয়েব সিরিজটিও আলোচনা তৈরি করতে সক্ষম হয়েছে। এটি পরিচালনা করেছেন মোরসালিন শুভ। গত বছর ওটিটি কনটেন্টে বেশি অভিনয় করেছেন মোশাররফ করিম। সবচেয়ে বেশি আলোচিত হয়েছেন চঞ্চল চৌধুরী। এ ছাড়া অভিনেত্রী জাকিয়া বারী মম, মেহজাবীন চৌধুরী, তানভিন সুইটিসহ অনেকেই গত বছর ওটিটি প্ল্যাটফরমে অভিনয় করেন। যেগুলো দর্শক মহলে বেশ প্রশংসা কুড়ায়। সিনেমার অনেক নায়ক-নায়িকাও গত বছর ওয়েব ফিল্মে অভিনয় করেছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর