শিরোনাম
মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

লায়লা হাসানের মনঃকষ্ট...

 শোবিজ প্রতিবেদক

লায়লা হাসানের মনঃকষ্ট...

দেশের বিশিষ্ট নৃত্য প্রশিক্ষক, নৃত্যশিল্পী ও অভিনেত্রী লায়লা হাসান। অসংখ্য টিভি নাটক, বিজ্ঞাপন ও সিনেমায় অভিনয় করেছেন। দেশের নৃত্যশিল্পের বিকাশে রয়েছে তার অসামান্য ভূমিকা। সম্প্রতি একুশে পদক প্রাপ্তদের নাম ঘোষিত হয়েছে, যেখানে দেশের কোনো নৃত্যশিল্পীর নাম নেই। এ নিয়ে মনোকষ্টে রয়েছেন লায়লা হাসান। তিনি বলেন, “খুব মনঃকষ্টে আছি আমরা, নৃত্য শিল্পীবৃন্দ। কেন আমাদের বঞ্চিত করা হলো এবারও একুশে পদকপ্রাপ্তি থেকে। রাষ্ট্রীয় কোনো একটি অনুষ্ঠান, বিদেশে প্রতিনিধিত্ব করতে হলে নৃত্যশিল্পীরাই করে থাকেন। জাতির পিতার জন্ম শতবার্ষিকীতে নৃত্যশিল্পী রাই অসম্ভব পরিশ্রম করে সর্বাধিক কাজ উপহার দিয়ে উৎসবকে সাফল্যমণ্ডিত করে তুলেছে। কিন্তু প্রাপ্তির সময় আমরা গণ্য হই না। এটা কী কোনো যৌক্তিক বিচার হলো? আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা অনুগ্রহ করে আমাদের মূল্যায়ন করুন, আমাদের শ্রমের মর্যাদা দিন। বহু শ্রম নিষ্ঠা অধ্যবসায় সাধনার ফসল একেকজন নৃত্যশিল্পী। যাঁরা, সম্মানীয় সদস্যবৃন্দ আছেন এই পদকপ্রাপ্তি নির্ধারণ কমিটিতে তাদের কাছে বিনীত নিবেদন আপনারা আমাদের ওপর একটু সদয় হন। চাইব আমাদের মেধার যোগ্য সম্মান ও স্বীকৃতি।”

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর