অভিনেত্রী পরীমণি। হঠাৎ বোনের বিরুদ্ধে অভিযোগ করে বসেছেন এ অভিনেত্রী। পরীমণির একমাত্র ছেলে রাজ্যর বয়স এখন আট মাস। আট মাসের রাজ্যকে নিয়ে এবারই প্রথম মায়ের বাড়িতে বেড়াতে গিয়েছেন পরীমণি। হেলিকপ্টারে চড়ে ছেলেকে নিয়ে ভান্ডারিয়ার সিংহখালীতে পৌঁছেছেন। এ সময় পরীর সঙ্গে ছিলেন দুই নিকটাত্মীয়। মায়ের বাড়িতে পৌঁছেই কয়েক ঘণ্টা পর একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে পরী তাঁর বোনের বিরুদ্ধে অভিযোগ করেন। ছেলের খাবার খেয়ে ফেলছেন তাঁর বোন। তাহলে এখন রাজ্য কী খাবে? ভিডিওতে পরীর বোনকে বলতে শোনা যাচ্ছে : ‘ছেলেকে খাওয়ানোর আগে মা কিংবা খালার তা চেখে দেখা উচিত, তার স্বাদ কেমন! এ জন্য আমি গুঁড়া দুধ খাচ্ছি।’ এমন মন্তব্যে পরী তখন বলেন, ‘বোতলেই খা তাহলে’। পোস্ট করা ভিডিওর ক্যাপশনে পরী অভিযোগ করে লিখেছেন, ‘কোনো কাজ!!! ছেমরি।’
এমন মন্তব্যের পর একটি অবাক আর একটি মেজাজ গরমের ইমোজিও যোগ করেছেন এ নায়িকা। পরিবারের দুষ্টু-মিষ্টি এমন অভিযোগ এরই মধ্যে হৃদয় ছুঁয়েছে নেটিজেনদের। তারপরও এ ভিডিওর কমেন্ট সেকশন লিমিটেড করে রেখেছেন পরীমণি।