মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ ০০:০০ টা

তানিয়া বৃষ্টির ‘নুসাইবা’

 শোবিজ প্রতিবেদক

আগামী ঈদে আরটিভিতে প্রচারের জন্য তানিয়া বৃষ্টিকে নিয়ে নাম ভূমিকায় একটি নাটক নির্মাণ করেছেন মারুফ হোসেন সজীব। নাটকের নাম ‘নুসাইবা’। নুসাইবা শব্দের অর্থ সৌভাগ্যবতী। নাটকটি রচনা করেছেন মারুফ হোসেন সজীব নিজেই। এতে তানিয়া বৃষ্টির বিপরীতে অভিনয় করেছেন আরশ খান। তানিয়া বৃষ্টি বলেন, ‘ভালোবাসা ও শ্রেণিবৈষম্যের গল্প নিয়ে মূলত ‘নুসাইবা’ নাটকটি নির্মিত হয়েছে। যেহেতু আমাকে ঘিরেই নাটকের গল্প, তাই নাটকটিতে কাজ করার আগে আমার নিজেরই প্রস্তুতি ছিল যেন চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে পারি। এর গল্প রচনার সময়কাল থেকেই পরিচালকের সঙ্গে আমার কথা হচ্ছিল। অনেক যত্ন নিয়ে মাথা ঠান্ডা রেখে মারুফ হোসেন সজীব নাটকটি নির্মাণ করেছেন। বলা যায়, আমার খুব প্রিয় গল্পের একটি নাটক এটি। আমি খুব আশাবাদী নাটকটি নিয়ে। এখন শুধু প্রচারের অপেক্ষায় আছি আমি। এটি নির্মাণ করেছেন মুরসালিন শুভ।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর