এখন রুচির দুর্ভিক্ষ চলছে। এর মধ্য দিয়েই হিরো আলমের উত্থান হয়েছে- সম্প্রতি একটি অনুষ্ঠানে এমন মন্তব্য করেছিলেন নাট্যকার, অভিনেতা ও সংগঠক মামুনুর রশীদ। যা নিয়ে নেটদুনিয়ায় রীতিমতো তোলপাড়। এমন মন্তব্যের জন্য কিছু মানুষ তাঁর কড়া সমালোচনা করছেন। নাট্যাঙ্গনের অনেকে এমন পরিস্থিতিতে মামুনুর রশীদের পাশে দাঁড়াচ্ছেন। এর মধ্যে বরেণ্য অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘শিল্পাচার্য যখন রুচির দুর্ভিক্ষের কথা বলেছিলেন তখন তেলেবেগুনে জ্বলে ওঠা মানুষ কম ছিল, নাকি ছিলই না। অমন কথায় কারও গায়ে ফোস্কা পড়েছিল- এমনটা শোনা যায়নি। তখন কি তাহলে সবার গায়ের চামড়া মোটা ছিল? নাকি তখন কথাটা অনুধাবন করার সাধ্য ছিল মানুষের- তাই উচ্চবাচ্য না করে স্বীকার করে নিয়েছিল, মন্তব্যটা ভুল নয়। এখন রুচির দুর্ভিক্ষের কথা বললে মানুষ রে রে করে তেড়ে আসবে। দাঁতভাঙা জবাব দিতে একাট্টা হয়ে হামলে পড়বে। এমন উদাহরণই উপযুক্ত প্রমাণ যে, সত্যি সত্যিই আমাদের এখন রুচির দুর্ভিক্ষ চলছে।’ তিনি আরও বলেন, ‘জ্ঞানহীনের রুচিহীনতার চেয়ে জ্ঞান থাকা মানুষের রুচিহীনতা অনেক বেশি ভয়ানক। এ দুই পক্ষ মেড ফর ইচ্ছা আদার কাপল হলে সমাজের দায়িত্বশীল মানুষদের ওপর হামলা, মর্যাদা তছনছের চেষ্টা চলতেই থাকবে- সগৌরবে।’