প্রথমবারের মতো নারীকেন্দ্রিক সিনেমায় কাজ করতে চলছেন ‘পুষ্পা : দ্য রাইজ’ সিনেমার আলোচিত নায়িকা রাশমিকা মানদানা। ‘রেইনবো’ নামের এ তেলেগু সিনেমায় মূল চরিত্রটি করছেন তিনি। তরুণ নির্মাতা শান্তারুবান গানাসিকরণ ‘রেইনবো’ সিনেমাটি নির্মাণ করছেন; এই ছবি দিয়েই পরিচালনায় অভিষেক হতে চলেছে তাঁর। রাশমিকা বলেন, ‘প্রথমবারের মতো এমন একটি সিনেমায় কাজ করছি যেখানে নারীর দৃষ্টিভঙ্গি থেকে গল্পটি লেখা হয়েছে। চরিত্রটি জীবন্ত করে তুলতে আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। দর্শকরা ‘রেইনবো’তে বিনোদন খুঁজে পাবেন বলেও জানান এই কন্নড় অভিনেত্রী। তাঁর ভাষ্য, ‘রেইনবো’ এমন একটি উপহার, যা শুধু দেখা যায়, স্পর্শ করা যায় না। সিনেমাটি সফলভাবে শেষ করতে সবার ভালোবাসা ও আশীর্বাদ চেয়েছেন রাশমিকা।