শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
আফজাল-মিমি

মহাকালের ঠিক মধ্যিখানে

শোবিজ প্রতিবেদক

মহাকালের ঠিক মধ্যিখানে

জনপ্রিয় নাট্যকার ফারিয়া হোসেন। ১৯৯৪ সালে প্রথম নাটক লেখা, ৯৫-এ প্রচার। গত ২৮ বছরে অসংখ্য নাটক ও টেলিফিল্ম লিখেছেন তিনি। তবে তিনি সবচেয়ে বেশি নাটক লিখেছেন নির্মাতা চয়নিকা চৌধুরীর জন্য। তার সংখ্যাও কম নয়, ৪০০-এর বেশি! এদিকে নতুন খবর হচ্ছে, ফারিয়া হোসেনের লেখা ‘মহাকালের ঠিক মধ্যিখানে’ নামে  টেলিফিল্মটি ঈদে চ্যানেল আইয়ের বিশেষ অনুষ্ঠানমালায় প্রচার হবে। নাটকটি পরিচালনা করেছেন আরিফ খান। এটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন আফজাল হোসেন ও আফসানা মিমি। আরও রয়েছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা বিনতে ইসলাম, বাপ্পি প্রমুখ। নাট্যকার ফারিয়া বলেন, ‘আমি যদি আমার ক্যারিয়ারে আমার পছন্দের ১৫টি গল্প এবং স্ক্রিপ্ট আলাদা করি তার মধ্যে ‘মহাকালের ঠিক মধ্যিখানে’ গল্পটি অবশ্যই থাকবে। এটি একটি পরিবারের গল্প, একটি অসহায়তার গল্প, স্বার্থপরতার গল্প। আর সব থেকে বেশি অদ্ভুত এক ভালোবাসার গল্প।’ 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর