মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

শাইখ সিরাজের কৃষকের ঈদ আনন্দ

 শোবিজ প্রতিবেদক

শাইখ সিরাজের কৃষকের ঈদ আনন্দ

ঈদের পরদিন বিকাল সাড়ে ৪টা মানেই চ্যানেল আইয়ের পর্দায় ‘কৃষকের ঈদ আনন্দ’। শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় এই অনুষ্ঠানটির এবারের পর্ব ধারণ করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে টেকানগর গ্রামে লঙ্গন নদীর তীরে। গ্রামীণ আবহে কৃষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের কৃষকের ঈদ আনন্দ আরও জমজমাট হবে ব্যতিক্রমী ও মজার সব খেলাধূলায়। আর দেশ-বিদেশের বৈচিত্র্যপূর্ণ সব গল্পের বুনন তো রয়েছেই। এবারে খেলাধূলার অংশটি ধারণের জন্য ব্রাহ্মণবাড়িয়াকে বেছে নেওয়ার কারণ হিসেবে উন্নয়ন সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অর্থনীতির মূল ভিত্তিই কৃষি। প্রাচীনকাল থেকেই এ অঞ্চল ধান, পাট, সরিষার পাশাপাশি প্রাকৃতিক মাছের ভান্ডার। প্রতি বছর ঈদ আনন্দের একটি নির্দিষ্ট থিম থাকে। এবার কৃষি ঐতিহ্যের ব্যতিক্রমী অঞ্চল হাওরকে কেন্দ্র করে রচিত হয়েছে কৃষকের ঈদ আনন্দের মূলগাথা। ‘কৃষকের ঈদ আনন্দ’ প্রচার হবে ঈদের পরদিন বিকাল সাড়ে ৪টায় চ্যানেল আইয়ে।

 

সর্বশেষ খবর