জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তারকাশিল্পী আঁখি আলমগীর। তিন দেশের তিনটি শোতে অংশ নিতে দেশ ছেড়েছেন তিনি। বেলজিয়াম, ফ্রান্স ও ইতালিতে গাইবেন এই গায়িকা। তিন দেশের তিনটি শহরে স্টেজ শোতে পারফর্ম করবেন আঁখি আলমগীর। শো শেষ করে আগামী ৯ মে দেশে ফেরার কথা রয়েছে তাঁর। আঁখি বলেন, ‘ইউরোপের তিন দেশের তিনটি শোতে অংশ নেব। সেখানকার প্রবাসী ভাই-বোনদের সঙ্গে ভালো সময় কাটবে আশা করছি।’ এদিকে গত ঈদে নতুন দুটি মৌলিক গান প্রকাশ হয়েছে তাঁর। একটি ‘কোথায় রেখেছ আমায়’, অন্যটি ‘রাজকুমারী’। ধ্রুব মিউজিক স্টেশনে প্রকাশিত কোথায় রেখেছ আমায় গানটির সুর করেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। সংগীতায়োজন করেছেন রাজা ক্যাশেফ। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায়চৌধুরী। আবার রাজকুমারী গানটি প্রকাশ হয়েছে আরটিভি মিউজিক থেকে। গানটি লিখেছেন ও সুর করেছেন শওকত আলী ইমন। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন উজ্জ্বল রহমান। দুটি গানই প্রকাশ হয়েছে ঈদ উৎসবকে আরও রাঙিয়ে দিতে। দুটি গানই শ্রোতা-দর্শক উপভোগ করছেন বেশ আগ্রহ নিয়ে। আঁখি আলমগীর বলেন, ‘সত্যি বলতে কী দুটি গানের জন্যই বেশ ভালো সাড়া পাচ্ছি।’