শিরোনাম
রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

নাজেহাল জাহ্নবী

শোবিজ ডেস্ক

নাজেহাল জাহ্নবী

এবার নাজেহাল হলেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। মঞ্চে উঠে পারফর্ম করতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে এই বিভ্রাটের মুখোমুখি হন তিনি। জানা গেছে, পছন্দের গাউনের চেন কেটে যায়! নতুন করে সেলাই করার পর তা আবারও কেটে যায়! মুম্বাইয়ে অনুষ্ঠিত এক চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানের রেড কার্পেটে হাঁটার আগে ভীষণ বিপদে পড়েন শ্রীদেবীকন্যা জাহ্নবী। সামাজিক যোগাযোগমাধ্যমে অত্যন্ত সক্রিয় জাহ্নবী তাঁর সাম্প্রতিক দুর্ভোগের কথাও ছবিসহ জানালেন সামাজিক মাধ্যমেই। তাতে দেখা যায়, গাঢ় বেগুনি রঙের এক সুদৃশ্য গাউন নিয়ে নাস্তানাবুদ জাহ্নবী এবং তাঁর সজ্জাশিল্পী। কিছুতেই চেন আটকানো যাচ্ছে না। অভিনেত্রীর মুখ ভার। সেই ছবি দিয়ে জাহ্নবী লিখেছেন, ‘যখন রেড কার্পেটে হাঁটার ৫ মিনিট আগে এবং স্টেজে পারফর্ম করতে ওঠার ১২ মিনিট আগে তোমার গাউনের চেন কেটে যায়! ভাব, সেই অবস্থা আর কী!’ ইনস্টাগ্রামে জাহ্নবীর ভাগ করে নেওয়া একগুচ্ছ ছবির একটিতে দেখা যায় একজন দর্জি বসে জাহ্নবীর পোশাক সেলাই করছেন পেছন থেকে। আর একটি ছবিতে দেখা যায় ‘রুহি’র নায়িকা অন্য এক জরি দেওয়া পোশাক পরে সিঁড়িতে বসে হাসছেন। সেই পোশাক পরেই শেষমেশ মঞ্চে পারফর্ম করতে ওঠেন জাহ্নবী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর