বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩ ০০:০০ টা

জাবিতে সিনেমা উৎসব

শোবিজ প্রতিবেদক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জহির রায়হান ফিল্ম সোসাইটির উদ্যোগে তিন দিনব্যাপী সিনেমা উৎসব ‘একান্নবর্তী’ শুরু হয়েছে। ‘নূতন পথের গল্প বুনি সিনেমার উৎসবে’ স্লোগানে মঙ্গলবার সকাল ৯টায় জহির রায়হান মিলনায়তনের সম্মুখে উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, মানসম্পন্ন একটি চলচ্চিত্র সমাজকে বদলে দিতে পারে। সাম্প্রতিক সময়ে বহুসংখ্যক সিনেমা হল বন্ধ হয়ে গেছে। ভালো মানের চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে চলচ্চিত্রের সোনালি দিন ফিরিয়ে আনা জরুরি।

উৎসবের প্রথম দিন প্রদর্শিত হয়  স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘স্কুটি’ এবং সুমন পরিচালিত চলচ্চিত্র ‘সাঁতাও’। এ ছাড়া জহির রায়হানের চলচ্চিত্রের ওপর মাস্টার ক্লাস নেন অমিতাভ রেজা চৌধুরী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর