দেশের শীর্ষস্থানীয় নিত্যব্যবহার্য ও ভোগ্যপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের স্বনামধন্য ব্র্যান্ড লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ফের চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মিম। এর আগে ২০১৬ থেকে ২০২২ পর্যন্ত লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন তিনি। ঢাকার ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের করপোরেট অফিসে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পার্সোনাল কেয়ার হেড নীলুশি জায়াতিলেকে ও বিদ্যা সিনহা মিমের মধ্যে এ চুক্তি সম্পন্ন হয়। ইউবিএলের পার্সোনাল কেয়ার হেড নীলুশি জায়াতিলেকে বলেন, ‘আমাদের অন্যতম লাক্স সুপারস্টার মিমকে পুনরায় লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে পেয়ে আমরা আনন্দিত।’ বিজ্ঞপ্তি