সোমবার, ২২ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

পার্টিতে নেচে-গেয়ে কত আয় তারকাদের

পার্টিতে নেচে-গেয়ে কত আয় তারকাদের

অতিথি হওয়ার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চে পারফর্ম করতে দেখা যায় শাহরুখ খান, সালমান খান এবং রণবীর সিংহের মতো তারকাদের। বাদ পড়েন না বলিপাড়ার প্রথম সারির অভিনেত্রীরাও।  পার্টিতে নেচে-গেয়ে জনপ্রতি কত টাকা আয় করেন সে কথা তুলে ধরেছেন - আলাউদ্দীন আজিদ

 

শাহরুখ : ৩ কোটি

কলকাতার প্রভাবশালী দৈনিক আনন্দবাজার পত্রিকা সূত্রে খবর- কোনো অনুষ্ঠানে পারফর্ম করতে ৩ কোটি টাকা পারিশ্রমিক পান বলিউড ‘বাদশা’ শাহরুখ খান। অনুষ্ঠানে পারফর্ম করার জন্য সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন শাহরুখই।

 

ক্যাটরিনা : সাড়ে ৩ কোটি

একই সূত্রে খবর, বেসরকারি অনুষ্ঠানে পারফর্ম করতে সাড়ে ৩ কোটি টাকা পারিশ্রমিক আদায় করেন বলি অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।

 

প্রিয়াঙ্কা : ২ কোটি

সূত্রটি আরও বলছে, অনুষ্ঠানে পারফর্ম করতে ২ কোটি টাকা পারিশ্রমিক নেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস।

 

সালমান : ২ কোটি

বলিপাড়ার খবর অনুযায়ী, হিন্দি ফিল্ম জগতের ‘ভাইজান’ খ্যাত অভিনেতা সালমান খান বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চে পারফর্ম করতে ২ কোটি টাকা নেন।

 

হৃত্বিক রোশন : আড়াই কোটি

অভিনয়ের পাশাপাশি নাচেও সমান পারদর্শী বলি অভিনেতা হৃত্বিক রোশন। আনন্দবাজার জানাচ্ছে, অনুষ্ঠানে পারফর্ম করে আড়াই কোটি টাকা আয় করেন হৃত্বিক।

 

অক্ষয় কুমার : আড়াই কোটি

আনন্দবাজারের খবর অনুযায়ী বলিপাড়ার অন্দরমহল সূত্রে জানা যায়, অনুষ্ঠানে পারফর্ম করে আড়াই কোটি টাকা পারিশ্রমিক নেন বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার।

 

রণবীর কাপুর : ২ কোটি

আনন্দবাজার সূত্রে খবর, বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করে ২ কোটি টাকা আয় করেন রণবীর কাপুর।

 

রণবীর সিং : ১ কোটি

একই সূত্রে খবর, বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করে ১ কোটি টাকা উপার্জন করেন রণবীর সিং।

 

দীপিকা : ২ কোটি

আনন্দবাজার সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে পারফর্ম করে রণবীরের চেয়ে দ্বিগুণ পারিশ্রমিক পান বলি অভিনেত্রী তথা রণবীরের স্ত্রী দীপিকা পাড়ুকোন।

 

আনুশকা শর্মা : ৭০ লাখ

যে কোনো বিয়ের অনুষ্ঠানে পারফর্মেন্সের জন্য ৭০ লাখ রুপি পারিশ্রমিক নেন আনুশকা শর্মা। শুধু উপস্থিত থাকতে নেন ৫০ লাখ রুপি।

 

সানি লিওন : ২০ লাখ

যে কোনো বিয়ের অনুষ্ঠানে উপস্থিতির জন্য ২০ লাখ রুপি পারিশ্রমিক নেন সানি লিওন। সঙ্গে পারফরমেন্সের জন্য চার্জ করেন আরও ১০ লাখ রুপি।

 

সোনাক্ষী-মালাইকা : ৩০ লাখ

সোনাক্ষী সিনহা, মালাইকা আরোরা বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করতে ২৫ থেকে ৩০ লাখ রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন।

সর্বশেষ খবর