কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন নিজের নিত্যনতুন ছবি। সম্প্রতি এই অভিনেত্রীর কালো বিকিনি পরা ছবি সাড়া ফেলেছে নেটদুনিয়ায়। রীতিমতো ছড়াচ্ছে উষ্ণতা। বৃহস্পতিবার পোস্ট করা সেসব ছবিতে ভক্তরা নিজেদের মন্তব্য জানাচ্ছেন। একজন লিখেছেন, উফফ গরম লাগছে পাখি। আরেকজন লিখেছেন, সূর্যের তাপ থেকে আগুন ঝরতেছে আবার তুমিও আগুন ঝরাচ্ছো মধু। সব মিলিয়ে জ্বলে যাচ্ছি গো। প্রশংসার পাশাপাশি ছবিতে চোখে পড়েছে সমালোচনামূলক কমেন্টও। একজন লিখেছেন, দিদি বলছি আপনার ক্লান্ত লাগে না, না? না মানে রোজ রোজ এদিক-ওদিক কাত হতে হতে হাঁপিয়ে যান না?