মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪ ০০:০০ টা

কাঞ্চনের ভিন্ন মত...

শোবিজ প্রতিবেদক

কাঞ্চনের ভিন্ন মত...

এ মুহূর্তে সবচেয়ে বেশি ব্যবসা করছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘তুফান’ সিনেমা। তুফান দেখতে সিনেপ্লেক্সগুলোতে ভিড় করছেন সিনেপ্রেমীরা। সিনেমা দেখার পর উচ্ছ্বসিত দেখা গেছে অনেককেই। কেউ কেউ প্রশংসা করেছেন শাকিব খানের অভিনয় ও নতুন লুকের। তবে ভিন্ন পথে গেলেন এক সময়ের জনপ্রিয় নায়ক ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি ইলিয়াস কাঞ্চন। সম্প্রতি তার ভেরিফায়েড ফেসবুক পেজে ‘তুফান’ সিনেমা নিয়ে করা একটি নেতিবাচক প্রতিবেদন শেয়ার করতে দেখা গেছে। ‘কলকাতায় বড় ধাক্কা খেল তুফান’ শিরোনামের একটি সংবাদ শেয়ার করেছেন ইলিয়াস কাঞ্চন। বিষয়টি শাকিবভক্তরা ভালোভাবে নেননি। এ নিয়ে ইলিয়াস কাঞ্চনকে ঘিরে নানান প্রতিক্রিয়া ব্যক্ত করছেন তারা। তবে সিনেপ্রেমীদের একাংশ মনে করছেন, ইলিয়াস কাঞ্চন নিজ থেকে শাকিবের সিনেমা নিয়ে কোনো নেতিবাচক প্রচারণা চালাননি। তার এ পেজ যারা নিয়ন্ত্রণ করছেন, তারাই একটি নির্দিষ্ট সংবাদমাধ্যমের সব খবর সেখানে শেয়ার করছেন।

 

সর্বশেষ খবর