দুই বাংলার সিনে দুনিয়ার অন্যতম নাম জয়া আহসান। অভিনয় আর সৌন্দর্যগুণে যিনি নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। দেশের গণ্ডি পেরিয়ে যিনি এখন অন্য দেশেও ঘাঁটি গেড়েছেন। করছেন একের পর এক প্রজেক্ট। কলকাতা, বলিউড সহ এদেশের বেশকিছু কাজ দিয়ে তিনি ইতোমধ্যে দর্শকের মাঝে আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করেছেন। এরইমধ্যে তিনি অনিরুদ্ধ রায় চৌধুরীর ‘ডিয়ার মা’র কাজ শেষ করেছেন। এ ছবি নিয়ে তিনি বলেন, ‘দুর্দান্ত একটি কাজ হয়েছে। ভীষণ আরাম লাগল ছবিটি করে। আশা রাখছি, সব দর্শকের ভালো লাগবে।’ এদিকে এ অভিনেত্রী ‘ওসিডি’ সিনেমার মুক্তির অপেক্ষায় রয়েছেন। খুব শিগগিরই সিনেমাটি মুক্তি পাবে। এ ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন জয়া। এ ছবিটি নিয়ে জয়া বলেন, ‘অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডার নিয়ে ছবিটির গল্প। এখানে অসাধারণ সব অভিনেতা কাজ করেছেন। গল্পটি সুন্দর। যারা ভালো কনটেন্ট দেখতে চান, স্ট্রং গল্প দেখতে চান, তাদের এ সিনেমাটি দেখা উচিত।’ এ ছবিটি নির্মাণ করেছেন সৌকর্ষ ঘোষাল। এটি সমাজের জঞ্জাল পরিষ্কারের গল্প। মুক্তির তারিখ এখনো চূড়ান্ত হয়নি। বাংলাদেশ ও ভারতে মুক্তি পাবে ছবিটি।