২ নভেম্বর রাজধানীর একটি অভিজাত হোটেলের বল রুমে বসেছিল ‘বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৪’ এর তৃতীয় আসর। জনপ্রিয় তারকাদের গ্ল্যামারাস উপস্থিতি এবং জমজমাট পারফরম্যান্সে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় অনুষ্ঠানস্থল। ২০২৩ এর মাঝামাঝি থেকে ২০২৪ এর মাঝামাঝি পর্যন্ত মুক্তি পাওয়া চলচ্চিত্র, নাটক, ওটিটি কনটেন্ট, গান, বিজ্ঞাপন, বিভিন্ন অঙ্গনের সেরা অ্যাচিভারদের হাতে তুলে দেওয়া হয় এ পুরস্কার। এ অনুষ্ঠানে সেরা চলচ্চিত্র নির্মাতার পুরস্কার পেয়েছেন রায়হান রাফী, সেরা প্লেব্যাক সিঙ্গার দিলশাদ নাহার কণা, সেরা চলচ্চিত্র অভিনেতা নীরব হোসেন, সেরা চলচ্চিত্র অভিনেত্রী পূজা চেরী ও রাফিয়াত রশিদ মিথিলা, অডিও গানে সেরা শিল্পী বাঁধন সরকার পূজা ও ইমরান মাহমুদুল, ওয়েব ফিল্মের সেরা অভিনেত্রী রুনা খান ও তানজিকা আমিন, সেরা অভিনেতা ইরেশ যাকের, স্পেশাল অ্যাওয়ার্ডে মৌসুমী হামিদ, নাটকে সেরা অভিনয়শিল্পী তানিয়া বৃষ্টি, তানহা তাসনিয়া, ধারাবাহিক নাটকে সেরা অভিনয়শিল্পী মুনিয়া ইসলাম, উঠতি তারকা লামিয়া লাম, সেরা বিজ্ঞাপন মডেল জেবা জান্নাত, উপস্থাপনায় স্পেশাল অ্যাওয়ার্ডে দেবাশীষ বিশ্বাস, যুগের সেরা তারকা আনিকা কবির শখ। এ ছাড়া স্পেশাল জুরি পুরস্কার পেয়েছেন কুসুম শিকদার ও লারা লোটাস। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী আনিকা কবির শখ, মৌসুমী হামিদ ও লারা লোটাস। সংগীত পরিবেশন করেন জনপ্রিয় সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা। অনুষ্ঠান উপস্থাপনায় বারিশা হক। এ আসরে সেলিব্রেটি গেস্ট অব অনার ছিলেন রুনা খান।