বাংলাদেশের নতুন সিনেমায় যুক্ত হয়েছেন ভারতীয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। আর তিনি এ ছবিতে অভিনয় করবেন ঢাকাই ছবির খলনায়ক ডিপজলের সঙ্গে। নতুন বছরের শুরুতেই শুটিংয়ে অংশ নিতে তিনি আসছেন বাংলাদেশে। শুক্রবার রাতে কলকাতার এক হোটেলে বাংলাদেশের নির্মাতাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেত্রী। ছবিটি বানাচ্ছেন ‘পদ্মপুরাণ’ ছবির নির্মাতা রাশিদ পলাশ। শ্রীলেখার সঙ্গে ছবিতে থাকছেন বেশ কয়েকজন বাংলাদেশি অভিনয়শিল্পী। ছবিটিতে আরও অভিনয় করবেন জিনাত শানু স্বাগতা, নাসির উদ্দিন খান, সুমন আনোয়ার, শম্পা রেজা প্রমুখ। নির্মাতা রাশিদ পলাশ মুঠোফোনে শুধু বলেন, ‘তরী’ নামে একটি ছবির কাজ প্রক্রিয়াধীন। এর শুটিং শুরু হবে আগামী ফেব্রুয়ারি মাসে। সেখানে ভারতীয় একজন অভিনেত্রী কাজ করবেন। এখন এর চেয়ে বেশি কিছু জানাতে পারছি না।’