চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। জনপ্রিয়তা তুঙ্গে থাকার সময়ই নিয়মিত অভিনয়ে অনিয়মিত হয়েছেন। এখন নানা ধরনের ব্র্যান্ড প্রমোশনের কাজ নিয়েই ব্যস্ততা তার। বছর খানেক হলো নতুন করে সংসারী হয়েছেন তিনি। তার হাতে মুক্তির অপেক্ষায় আছে বেশ কয়েকটি সিনেমা।
এদিকে তিনি স্বাগত জানালেন নতুন বছরকে। তিনি ফেসবুক পেজে তিনটি ছবি যুক্ত করে লিখেন- ‘প্রিয় অতীত, সব শিক্ষার জন্য ধন্যবাদ, প্রিয় ভবিষ্যৎ, আমি প্রস্তুত’। সঙ্গে ‘গুডবাই ২০২৪’ ও ‘গুডবাই ডিসেম্বর’ লিখে হ্যাশট্যাগ দেন। গতকাল দুপুরের দেওয়া পোস্টের নিচে অনেকেই মন্তব্য করেছেন। জানিয়েছেন নানা রকম শুভ কামনা। এদিকে দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে অভিনয়ে অনিয়মিত রয়েছেন এই নায়িকা। মাঝে মধ্যে বড় পর্দায় কাজ করেন তিনি। সংসার নিয়েই বেশি ব্যস্ত থাকেন। গত ঈদে মুক্তি পেয়েছিল পূর্ণিমা অভিনীত ‘আহারে জীবন’ ছবিটি।